সর্বপরি আমাদের বক্তব্য হচ্ছে, কোনো প্রতিষ্ঠান আইনভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমরাও চাই সবাই দেশের আইন–কানুন মেনে ব্যবসা করুক। কিন্তু কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক এটা আমরা চাই না। বিশেষ করে দেশীয় ই–কমার্সে ই–ভ্যালি যে ব্রান্ড হয়ে উঠেছে তা আমাদের জন্য ভালো। ২৫ হাজার উদ্যোক্তা এই প্লাটফর্মে পণ্য বিক্রি করছে। আগামীর বিশ্বে ই–কমার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দেশীয় প্রতিষ্ঠানকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এজন্য বর্তমান ভুলক্রুটি দূর করে/চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোতে হবে।
আমরা চাই ই–ভ্যালি ভোক্তার পূর্ণ আস্থা অর্জন করে, দেশের আইন–কানুন মেনে ব্যবসা করুন। বিভিন্ন সিন্ডিকেট ভোক্তাদের জিম্মি করে থাকে। এই জিম্মিদশা থেকে মুক্তির জন্য ই–ভ্যালির মতো ওপেন প্লাটফর্ম দেশে আরও তৈরি হোক।