শুরুটা বেশ ভালোই ছিলো। হংকং ভিত্তিক ভেঞ্চার ক্যাপিট্যাল ফার্ম মর্নিংসাইড এবং চাইনিজ ভেঞ্চার ক্যাপিট্যাল ফার্ম কিমিং এর বিনিয়োগে ভর দিয়ে পথচলা শুরু হয়।
অগাস্টের শুরুতে পরপর দুইটি এপ বাজারে আনে শাওমি। এম আই নোটস এরমধ্যে অন্যতম। ওয়েব, ডেস্কটপ এবং এন্ড্রয়েড এপ এই তিন মাধ্যমে ব্যবহার উপযোগী ছোট এপটির যাত্রা শুরু হয় অগাস্টের ৩ তারিখ।
অগাস্টের ৯ তারিখ বাজারে এলো এম আই শেয়ার নামের একটি পোর্টাল। এর আগে জুলাইয়ের ২৯ তারিখ এই এপটির বেটা লঞ্চ হয়েছিলো।
মোবাইল এবং কম্পিউটার সব ডিভাইসে ব্যবহার উপযোগী করে বানানো হয়েছিলো পোর্টালটি।
ওয়ালপেপার, রিংটোন, জোকস, এস এম এস ইত্যাদি আপলোড এবং ডাউনলোডের পাশাপাশি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা ট্রান্সফারের সুবিধা, সবই ছিলো।
MIUI এর আঁতুরঘর বলা চলে এম আই শেয়ার কে।