Tuesday, December 3, 2024
EvalyNews

ইভ্যালির নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ

ইভ্যালির নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ।

অভিযুক্তদের ভাষ্য, তারা ই-কমার্স সাইট ইভ্যালির নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মুঠোফোন কিংবা অনলাইনে নানান ধরনের প্রোডাক্ট অর্ডার সরবরাহ করে।

ই-কমার্স ওয়েবসাইট ইভ্যালির নাম ভাঙিয়ে টাকা নিয়ে সময়মতো গ্রাহকের চাহিদানুযায়ী পণ্য না দেওয়াসহ নানা অভিযোগে তিনজনকে আটক করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৩৯ লাখ নগদ টাকা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পারিল বাজারে অবস্থিত ইভ্যালির কথিত কার্যালয় থেকে ম্যানেজার বিপ্লবকে (২৫) আটক করেন।

আটককৃত বাকি দুইজন হলো- ববিদুল ইসলাম (২৫) ও জামাল (৩৮)। -সূত্র ঢাকা ট্রিবিউন

প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে তিনজনকে আটক করেছে প্রশাসন
ইভ্যালির বিবৃতিতে বলা হয়-

“ইভ্যালির ‘মানিকগঞ্জ শাখা’ বলতে আমাদের ইভ্যালির কোন শাখা নেই, এধরনের কোন শাখার কার্যক্রম নেই। বাংলাদেশে ইভ্যালির একটি কার্যালয় আর সেটি হচ্ছে রাজধানী ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কে অবস্থিত অফিস।

একই সাথে উল্লেখ থাকছে যে, ইভ্যালির ‘শাখা ম্যানেজার’ পদবীয় ব্যক্তিসহ আরও যে দুই জন ব্যক্তিকে আটকের তথ্য সংবাদে দেওয়া হয়েছে তারা কেউই ইভ্যালির সাথে কোনভাবে সম্পৃক্ত না। তারা ইভ্যালির কোন পর্যায়ের কর্মকর্তা নন।

ইভ্যালির মতো একটি দেশিয় স্বনামধন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করাও এধরনের অপরাধের পেছনে উদ্দেশ্য হিসেবে থাকতে পারে। আমরা এই ধরনের কাজের তীব্র নিন্দা জানাই এবং স্থানীয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানাই যে তারা এমন একটি অপরাধী চক্রকে আইনের আওতায় এনেছেন”।

নিজেদের মত করে বিভিন্ন বাইকের দাম নির্ধারণ করে মূল্য তালিকা করেছে অপরাধী চক্র। 

জানা গেছেতারা কমার্স সাইট ইভ্যালির নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মুঠোফোন কিংবা অনলাইনে নানান ধরনের পণ্য অর্ডার সরবরাহ করে। এর আড়ালে তারা অল্প দিনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিদিন বিভিন্নজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিল।

  বিষয়ে ইভ্যালির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার রাহাত ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কুরিয়ার প্রতিষ্ঠানগুলো ছাড়া আমাদের কোনো শাখা নেই। এছাড়া, আমরা কখনো নগদ লেনদেন করি না। আমাদের পুরো লেনদেনই হয় ডিজিটাল মাধ্যমে এবং ধৃত ব্যক্তিরাও আমাদের প্রতিষ্ঠানের বর্তমান বা সাবেক কর্মী নন।

evly
নিজেদের মত করে বিভিন্ন বাইকের দাম নির্ধারণ করে

এই ধরনের কাজের’ তীব্র নিন্দা জানিয়ে ‘চক্রটিকে’ আইনের আওতায় আনার জন্য ধন্যবাদও জানিয়েছে ইভ্যালি।

Rate this post