Saturday, April 20, 2024
BangladeshE-CommarceEvalyNews

বাংলাদেশের আমাজন করতে চায় ইভ্যালিকে!

বাংলাদেশের আমাজন করতে চায় ইভ্যালিকে!
    জনাব সজীব ওয়াজেদ জয় এক প্রোগ্রাম এ বলেন “আমরা কি শুধু প্রযুক্তি ব্যবহার করেই যাবো নাকি নিজেরাও উদ্ভাবক এর দেশে পরিণত হবো?”
 
    ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর প্রোগ্রামে মাননীয় সংসদ সদস্য, জনাব জুনাইদ আহমেদ পলক বলেন “দেশিও একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যেভাবে একটি প্রোগ্রামকে সফল করার জন্য প্লাটিনাম স্পন্সর হয়েছে এটা গর্বের। আমরা চাই বাংলাদেশের অলটারনেটিভ আমাজন হিসেবে ইভ্যালিকে প্রতিষ্ঠিত করতে এবং তার জন্য সহযোগিতা করবো।”
    একই প্রোগ্রামে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল বলেন, বর্তমানে ইভ্যালি বাংলাদেশর বড় ই-কমার্স প্লাটফর্ম। এই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বের কাছে ইভ্যালিকে অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রকাশ করবে।
 
    প্রোগ্রাম শেষে, ডিজিটাল ওয়াল্ড-২০২০ এর প্লাটিনাম স্পনসর হিসাবে পুরস্কার গ্রহণ করেন, ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান সামিমা নাসরিন এবং উপস্থিত ইভ্যালির টিম।
4/5 - (3 votes)