Thursday, April 25, 2024
BangladeshBusinessE-CommarceEvaly

ইভ্যালি মনোপলি করতেছে নাকি এমএলএম?

মনোপলি

মনোপলি বাজার সাধারণত একচেটিয়া বাজার। এই বাজারে একটিমাত্র বিক্রেতা বা ফার্ম। আর অনেক ক্রেতা রয়েছে। যার ফলে এটি কোন প্রতিযোগিতামূলক বাজার নয়। এখানে বিক্রেতাই পণ্যের উপর দাম ইচ্ছামতো নির্ধারিত করে। আর ক্রেতা সেই দামে পণ্য ক্রয় করতে বাধ্য হয়।

monopoly man
ইভ্যালি কি মনোপলি করছে?

 

  • এই বাজারে একটিমাত্র বিক্রেতা ইভ্যালি নন। বাংলাদেশের বাজারে সব বাদ দিয়েও মাঝারি থেকে বড় ১০+ ই-কমার্স প্রতিষ্ঠান আছে।
  • অনেক ক্রেতা রয়েছে, যা না থাকলে বাজার জমবে না। তারা শুধু ইভ্যালি নয় সর্বত্র ছড়িয়ে আছে।
  • প্রতিযোগিতামূলক বাজার নয়, ব্যবসা মানে প্রতিযোগিতা। বাংলাদেশের যেখানে এতগুলো ই-কমার্স প্রতিষ্ঠিত আছে, আর প্রতিযোগিতা হবে না, এটা অবাস্তব।
  • ইভ্যালি পণ্যের উপর দাম ইচ্ছামতো নির্ধারিত করার তেমন সুযোগ নাই, কারণ এখানে বেশি বাকি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি হয়। তাছাড়া সেলারদের ধারা মূল্য নির্ধারণ হয়।
ক্যাশব্যাক/ডিসকাউন্ট ইভ্যালিতে দুই কারণে হয়ে থাকে। 

      ০১) সেলারদের থেকে বেশি সংখ্যক পণ্য কেনার জন্য বিশাল একটি অংকের ডিসকাউন্ট ইভ্যালি নিজে পায়।
       ০২) ইভ্যালি মার্কেটের নতুন তাই, নিজের বিজ্ঞাপনের জন্য দিয়ে থাকে।

কেমন বিজ্ঞাপন ইভ্যালি করতেছে

যে বিজ্ঞাপনের জন্য লাখ লাখ টাকা খরচ করতে হইতো, সে বিজ্ঞাপন ইভ্যালি কাস্টমারদের মাধ্যমে করছে। ওহ তাহলে MLM?

যেখানে ইভ্যালি affiliate মার্কেটিং করেনা সেখানে MLM পর্যন্ত যায় কিভাবে? 

ইভ্যালি বিজ্ঞাপনের খরচ টুকু পণ্যের ডিসকাউন্টের মাধ্যমে দিয়ে দিচ্ছে। যা MLM থেকেও বেশি কার্যকর হচ্ছে তা প্রমাণিত। 

  • MLM – নিজের পণ্য কিনে এবং অন্যকে নিজের লেভেল বা লাভের জন্য পণ্য কিনতে ভুলভাল ভাবে উৎসাহিত করে। হোক ভালো কিংবা খারাপ। কারণ কিনতে পারলেই নিজের লাভ। 
  • ইভ্যালি – গ্রাহক ডিসকাউন্টে পণ্য কিনে, অন্যের কাছে গল্প করে। তিন লাখ টাকার বাইক মাত্র দুই লাখ টাকায় পেয়েছেন। বাকি তথ্য শ্রোতা নিজ দায়িত্বেই সংগ্রহ করে। 

বেশি দামে পণ্য ক্রয় করতে বাধ্য কখনোই ইভ্যালি করে না বরং কম দামে পণ্য কিনতে উৎসাহ করে। আবার এমনটাও নয় যে আপনাকে কম দামে ইভ্যালি থেকে কিনতেই হবে। 

         আগে বলেছিলাম, মাঝারি থেকে বড় ১০+ কমার্স প্রতিষ্ঠান আছে বাংলাদেশের বাজারে। তাদের মধ্যে আমার জানামতে তিন থেকে চারটি প্রতিষ্ঠান ইভ্যালি মত ক্যাশব্যাক কিংবা বড় অফার দিয়ে যাচ্ছে।

যেমন –

০১) আদিয়ান মার্ট।

০২) প্রাইম বাজার। 

০৩) প্রিয় শপ ইত্যাদি। 

 

 

         যদিও তারা ছোট ইভ্যালির তুলনায় কিংবা ছোট অফার দিচ্ছে, কিন্তু দিচ্ছে তো? তারাও তো একই ধরনের অফার দিয়ে ব্যবসা করছে। তারা অল্প অফার দিচ্ছে বিধায় তাদের নাম গন্ধ আস্তে আস্তে শোনা যাচ্ছে, আর ইভ্যালি চেয়েছে তাদের নামগন্ধ খুবই দ্রুত শোনা যাক, তাইতো?

 

আবারো বলি, এই বাজারে একটিমাত্র বিক্রেতা ইভ্যালি নন।

জানতে চাই...

ইভ্যালি কি মনোপলি করছে?

 

৩৫ লাখ রেজিস্টার কাস্টমার কি মনোপলির শিকার নাকি বাংলাদেশ ই-কমার্স এর ভবিষ্যৎ গ্রাহক?

5/5 - (1 vote)

Moftachim Billah Nahid

Admin Of Evaly Fan's Club!