Monday, October 14, 2024
EvalyNews

ইভ্যালির কমিটির বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ডাক

ইভ্যালির কমিটির বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ডাক

আজ ০৩ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে “ইভ্যালি মার্চেন্ট এন্ড কনজিউমার কোর্ডিনেশন কমিটি”-এর জরুরী মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং-এ সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়ক জনাব মোঃ নাসির উদ্দিন। উক্তি মিটিং-এ ইভ্যালির মার্চেন্ট ও গ্রাহকদের আন্দোলন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানান।

মিটিং-এ হাইকোর্ট নিযুক্ত ইভ্যালি পরিচালনা কমিটির কর্মকান্ডে সমালোচনা করেন। তারা এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান “আমরা ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা মনে করছি যে হাইকোর্ট নিযুক্ত ইভ্যালি কমিটির কর্মকান্ডে প্রতীয়মান হয় তারা মিসগাইডেট এবং কমিটি মহামান্য আদালতকে মিসগাইডেট করছে যা মার্চেন্ট ভোক্তাদের স্বার্থ বিরোধী। আমরা ইভ্যালির উক্ত কমিটিকে লিখিত চিঠির মাধ্যমে অডিটের পূর্বে ইভ্যালির সম্পত্তি বিক্রয় না করার অনুরোধ করার পরও তাদের গাড়ী বিক্রয়ের নিলাম ও বেশিভাগ সিদ্ধান্ত শুধুমাত্র ইভ্যালির কমিটির ব্যাক্তিগত স্বার্থে নেয়া হচ্ছে যা আমাদের মার্চেন্ট এবং ভোক্তাদের স্বার্থ খর্ব করার প্রক্রিয়া মাত্র।”

তারা উক্ত পরিচালনা কমিটির অডিটের পূর্বে নিলামে গাড়ী বিক্রয় ও কমিটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবে বলে জানান।

কর্মসূচী ঘোষণাঃ

গাড়ী বিক্রয়ের সিদ্ধান্তের ও কমিটির বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ডাক দেন।

হাইকোর্ট নিযুক্ত ইভ্যালির কমিটি গাড়ী বিক্রয়ের সিদ্ধান্তের মাধ্যমে ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তার স্বার্থহানীর প্রতিবাদে ৬ই ফেব্রুয়ারী, ২০২২ইং তারিখ রোজ রবিবার ইভ্যালির কার্যালয়ে সমনে সকাল ১০ ঘটিকায় শান্তিপূর্ণ মানববন্ধন এবং কমিটির নিকট প্রতিবাদ স্বারকলিপি দিবে বলে জানিয়েছেন ‘ইভ্যালি মার্চেন্ট এন্ড কনজিউমার কোর্ডিনেশন কমিটির’ সমন্বয়ক জনাব মোঃ নাসির উদ্দিন।

তিনি আরো বলেন, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও জনাব রাসেলের মুক্তির দাবিতে এবং হাইকোর্ট নিযুক্ত ইভ্যালির কমিটির বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদে ৮ই ফেব্রুয়ারী, ২০২২ইং তারিখ রোজ মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে সকাল ১১ ঘটিকায় সংবাদ সম্মেলন করবে।

ইভ্যালি মার্চেন্ট এন্ড কনজিউমার কোর্ডিনেশন কমিটির কো-সমন্বয়ক জনাব সাকিব হাসান জানান, আমাদের সকল সদস্যবৃন্দ সর্ব সম্মতিক্রমে উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ইভ্যালি মার্চেন্ট এবং ভোক্তাদের পক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কমিটির সমন্বয়ক জনাব মোঃ নাসির উদ্দিনকে সবার সম্মতিক্রমে মনোনীত করেছি। 

Rate this post