আজ ১৩ আগস্ট কালের কণ্ঠ পত্রিকা প্রিন্ট এবং অনলাইনে”চেক কেটে টুকরো করার ভিডিও পাঠালে টাকা ফেরত, সর্বনাশা টোপ ইভ্যালির” শিরোনামে একটি নিউজ প্রকাশ হয়েছে।
এত বড় পত্রিকার সাংবাদিক পেশাদারিত্ব আচরণ না করে, কোন কিছু যাচাই-বাছাই না করে, কিভাবে এমন নিউজ প্রকাশ করা তা বোধগম্য নয়।
উক্ত নিউজে উল্লেখ করেন, এক লাখ ৭০ হাজার টাকার একটি চেক (সিএ ১৭৫৪০৮৯) কাঁচি দিয়ে কাটছেন ইভ্যালির গ্রাহক মো. শামীম হোসেন। চেকটি কেটে ভিডিও পাঠানোর পরেও টাকা আর ফেরত আসে নাই।
কিন্তু ইভ্যালি থেকে বলা হচ্ছে, গত ৩ অগাস্ট তার প্রদত্ত একাউন্টে ইভ্যালির সিটি ব্যাংক থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা অনলাইন টান্সফার করা হয়েছে।