বেকমার সহ সভাপতি মোঃ ফয়সাল ইসলাম বলেন, বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট এসোসিয়েশন এর “মার্চেন্ট মিট ২০২২” সুস্থ ও সুন্দরভাবে আয়োজন করতে পেরে আমি আনন্দিত এবং গর্ববোধ করছি। আমাদের “মার্চেন্ট মিট ২০২২” এর এবারের প্রতিপাধ্য বিষয় ছিলো “সেলার ইউনিটি স্টং কমিউনিটি”। আমি মনে করি মার্চেন্টরা ঐক্যবদ্ধ থাকলে তারা ব্যবসা করতে কোন প্রতারণার শিকার হবে না। বর্তমান ই-কমার্স সেক্টরের সমস্যা সমাধান করে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে জনাব সফিকুজ্জামান স্যার আন্তরিক এবং নিরলস ভাবে চেষ্টা করছেন, বেকমাও ই-কমার্স সেক্টরের অস্থিরতা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর।