Friday, April 26, 2024
EvalyNews

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের এক মামলা জামিন

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের এক মামলা জামিন

     ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রাহকের একটি মামালা জামিন হয়েছে বলে জানিয়েছেন ইভ্যালির আইনি দলের সমন্বয়ক ব্যারিস্টার নিঝুম মজুমদার।  
    তার ভেরিফাই ফেসবুক পেইজ ও রাতে এক জুম মিটিং-এ এই বিষয় নিশ্চিত করেন। কোন মামলা জামিন পেয়েছেন, এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর দিতে চায় নাই। তবে তিনি বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ মামলা থেকে ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান জামিন পেয়েছে। মামলাটি নিন্ম আদাল থেকে জামিন পেয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে গ্রাহকের করা কোন প্রতারণার মামলা ছিল। 
 
তিনি আরো বলেন, যেহেতু এই গুরুত্বপূর্ণ মামলা জামি পেয়েছেন, সেহেতু অন্য মামলা গুলা সহজে জামিন পাবে বলে আশা করছি। স্বাভাবিক অবস্থায় একই ধারার মামলা গুলোর জন্য একটি ভাল ফলাফল। তবে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ চালিয়ে যেতে হবে। 

নিজুম মজুমদার বিভিন্ন সময় দাবি করেছেন, যে জনাব রাসেল তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সামান্য ভুল ত্রুটি থাকতে পারে তবে বড় ধরনের আর্থিক অনিয়মের মতো কোনো অপরাধ তিনি করেন নাই। ব্যবসার পরিধি বৃদ্ধি করার জন্য হয় তো কিছু দায় বেড়ে গিয়েছে। তবে এইটি ব্যবসার এই অংশ। তিনি বলেছেন, যেহেতু ইভ্যালির সম্পর্কে নেতিবাচক প্রচারণার প্রেক্ষিতেও বিনিয়োগকারীরা তুমুল আগ্রহী আছে, রাসেলকে সময় দিলে সব দেনা ও পন্য ডেলিভারি করতে পারবে এবং ইভ্যালি ঘরে দাঁড়াবে। তিনি মনে করেন, জনাব রাসেলের সব কয়টি মামলা জামিন যোগ্য। 

ইভ্যালির সিইও ও চেয়ারম্যান নামে আনুমানিক মোট ৮ টি মামলা আছে। যার মধ্যে নিন্ম আদালতে একটি মামলা জামিন পেয়েছেন ও একটি মামলা উচ্চ আদালতে শুনানি অপেক্ষা আছে। তা ছাড়াও বিভিন্ন জায়গায় চেক সংক্রান্ত মামলা আছে কিছু। 
 
উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অর্থ-আত্মসাতের অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা কারাগারে আছেন।
Rate this post