তার ভেরিফাই ফেসবুক পেইজ ও রাতে এক জুম মিটিং-এ এই বিষয় নিশ্চিত করেন। কোন মামলা জামিন পেয়েছেন, এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর দিতে চায় নাই। তবে তিনি বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ মামলা থেকে ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান জামিন পেয়েছে। মামলাটি নিন্ম আদাল থেকে জামিন পেয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে গ্রাহকের করা কোন প্রতারণার মামলা ছিল।
তিনি আরো বলেন, যেহেতু এই গুরুত্বপূর্ণ মামলা জামি পেয়েছেন, সেহেতু অন্য মামলা গুলা সহজে জামিন পাবে বলে আশা করছি। স্বাভাবিক অবস্থায় একই ধারার মামলা গুলোর জন্য একটি ভাল ফলাফল। তবে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ চালিয়ে যেতে হবে।