ব্যবসায় লাভের পর বিনিয়োগ খুঁজছেন ইভ্যালি
২০১৮ সালের ডিসেম্বরে চালু হওয়া বাংলাদেশি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। লোভনীয় অফার দিয়ে তাদের ক্রেতা টানার কৌশল মানুষের মাঝে উদ্দীপনা সৃষ্টি করার পাশাপাশি অনেক সমালোচনারও সৃষ্টি করে। ইভ্যালির বিরুদ্ধে প্রতারণাসহ আর্থিক অনিয়মের অভিযোগ উঠায় ১৬ সেপ্টেম্বর ২০২১ সালে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটি চেয়ারম্যান শামিমা নাসরিন গ্রেপ্তার হয়। পরে ১৬ অক্টোবর ২০২১ সালে ইভ্যালি তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বন্ধের ঘোষণা দেয়। চেয়ারম্যান শামিমা নাসরিনের জামিনের পর ২০২২ সালের অক্টোবরে নতুন উদ্যোগে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
১৮ ডিসেম্বর ২০২৩ সালে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেলের কারামুক্তির পর বিভিন্ন অফার দিয়ে ব্যবসা আরো বৃদ্ধি করে এবং গ্রাহক-মার্চেন্ট ইভ্যালির অফারে আগ্রহ প্রকাশ করে। নতুন করে চালুর পর প্রতিষ্ঠানটি সেলার বা সাপ্লায়ার মাধ্যমে লাভে পন্য বিক্রয় করছে গ্রাহকদের কাছে। বিগত চার মাসে লক্ষাদিক পণ্য ডেলিভারি করেছে। তার জন্য কোন প্রকাশ মার্কেট খরচ করে নাই বলে দাবি করছে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল।
আজ রাসেল তার ভেরিফাই ফেসবুকে ইভ্যালির সফলতার দাবি করে দেশ-বিদেশি বিনিয়োগ খুঁজছেন বলে জানিয়ছে। ইতিমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সাথে আবারও যোগাযোগ করেছে।
সম্পূর্ণ পোস্ট,