পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনরা চাইলে ইভ্যালির সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে বলেও আদালতের রায়ে বলা হয়। একই সঙ্গে ইভ্যালি এক সময় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আদালতের অভিপ্রায় রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
২০২১ সালের সেপ্টেম্বরে ইভ্যালির অবসায়ন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন মোহাম্মদ ফরহাদ হোসেন নামের এক ব্যক্তি। সে মাসের ২২ তারিখ ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে উচ্চ আদালত। এই রুলে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ইক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, ইভ্যালিকে প্রশ্নের জবাব দিতে বলা হয়।