এর বড় কারন হিসেবে তাঁরা জানিয়েছেন নেতি কংবা ইতি যেটাই হোক, ইভ্যালির বাজারে প্রচার রয়েছে এবং রয়েছে একটা বড় রকমের কাস্টমার। এরা সবচাইতে বড় ইস্যু ধরেছে এখন পর্যন্ত ইভ্যালির একটা বড় কাস্টমার অংশ প্রধান নির্বাহি রাসেলের ব্যাপারে অন্ধ এবং তাঁর মুক্তি চায়।
ইভ্যালি এই বিনিয়োগকারীদের সাথে ডিল থেকে শুরু করে আলোচনার শুরুটাও করতে পারছেন না কারন ইভ্যালির প্রধান এখন কারাগারে।
আমার কাছে বরাবরই মনে হয়েছে ইভ্যালি প্রধানের জামিনটা আসলেই খুব জরুরী। দেশের এত এত গোয়েন্দা সংস্থার হাত গলে নিশ্চই তিনি পালাবেন না এবং হারিয়েও যাবেন না। ইভ্যালিকে ৬ থেকে ৭ টা মাস একটা সময় দিতে সমস্যাটা ঠিক কোথায়?
যদি এই সময়ে তিনি কিছুই সমাধান না করতে পারেন তাহলে যে আইনী প্রক্রিয়া চলছে সেটি চলুক এবং আইন যা তাকে শাস্তি দেবে তাই হবে বা হতে পারে।