বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইভ্যালির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদায়ী এমডি এসব কথা বলেন।
মাহবুব কবীর মিলন বলেন, যে অবস্থানে আমরা ইভ্যালি রেখে যাচ্ছি এবং যা দেখে গিয়েছি, তাতে বলতে পারি অবশ্যই মার্চেন্ট এবং গ্রাহকদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ও পরামর্শ দিতে হবে। অপেক্ষার এ সময় স্বল্প হতে পারে আবার দীর্ঘও হতে পারে। কেননা ইভ্যালি চলবে আদালতের পর্যবেক্ষণে। আদালত নির্দেশনা দিচ্ছেন এবং ভবিষ্যতেও দেবেন। আর আমরাও প্রচ্ছন্নভাবে তাদের দিকনির্দেশনা দেওয়া এবং মনিটরিংয়ের দায়িত্ব পালন করব।