সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীমা নাসরিন জানান, ২৫ কোটি টাকার পণ্য গোডাউনে রয়েছে। এই পণ্য দিয়ে অতীতের দায় মেটানো অসম্ভব। তবে গোডাউনে যা আছে, সার্ভার অন করার পর তা গ্রাহকদের সরবরাহ করা হবে। আগামী সপ্তাহে বোর্ড মিটিং হবে। একই সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর ব্যবসা শুরু করা হবে। এবার আগের মতো অফার থাকবে না। তবে মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় অফার ও মূল্যে পণ্য বিক্রি করা হবে।
ইভ্যালি নতুন বিনিয়োগ পেয়েছে কি না, পেলে কত টাকা পেয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ইন্সিডেন্টের আগে (আটকের আগে) অনেক বিনিয়োগকারী যোগাযোগ করেছিল, তখন আলোচনা-পর্যালোচনা চালিয়েছি। পরে আমরা আটক হওয়ার পরও আমাদের কোর মেম্বারদের সঙ্গে তারা যোগাযোগ করেছে। আশা করছি, আমরা ব্যবসা শুরু করার পর যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তাহলে খুব সহজেই নতুন করে বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করে এগিয়ে আসবেন। ’