কো-সমন্বয়ক সাকিব হাসান, “আপনি একটি ভালোবাসার নাম। আপনি সৎ আপনি ভুল ছিলেন না, আপনি হেরে যান নি। আপনি হারবেন কেন? আপনি তো স্বপ্নদ্রষ্টা, আপনি সেই মানুষ যে এদেশের প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণের জন্য এ দেশকে ডিজিটাল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিলো। আপনি জানতেন যতদিন এদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে ততোদিন এ দেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আপনি তার কথায় সবসময় উদ্যমী ছিলেন। আমরা জানি আপনার ব্যাবসায়ীক প্ল্যান গুলো কতটা স্মুথ ছিলো। আপনি তো এদেশে ই কমার্সের যাত্রা শুরু করলেন। মানুষ ঘড়ে বসে লাখো প্রোডাক্ট নিশ্চিন্তে কেনা কাটা করার সাহস যুগিয়ে দিলেন। আপনি হেরে যাবেন না। আপনাকে হারতে দেওয়া যাবে না। আমরা জানি না কেন আজ আপনাকে দাবিয়ে রাখা হলো। কেন আপনাকে সময় দেওয়া হলো না। যখন ব্যাবসাকে ঘুড়য়ে প্রফিট করা শুরু করছিলেন তখন কেন বেড়াজালে আটকে দেওয়া হলো আপনার সব চিন্তা, ধ্যান ও স্বপ্ন কে। আজ হয়তো আপনি থাকলে সব কিছুর একটা সমাধান হতো। আপনাকে আপনার চাওয়া সময়টুকু দিলে সেই স্পেস টুকু দিলে আজ প্রমান করতে পারতেন আপনিই সেরা। আপনার কোন ভুল বা অসৎ উদ্দেশ্য ছিলো না।
তবে আমি এটা জানি আপনি ফিরবেন। আপনি আসবেন আবার বীরের বেসে। আপনার মাধ্যমেই আবার ঘুড়ে দাঁড়াবে এদেশের ই কমার্স। আপনি আবার সবাইকে বেস্ট সার্ভিস দিবেন। আপনি প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরনে ও দেশকে ডিজিটাল করা জন্য থাকবেন প্রথম সাড়ির কাতারে। কারন, We Believe In You রাসেল ভাই। শুভ জন্মদিন। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা।”