Monday, September 25, 2023
EvalyNews

বিনিয়োগ সংক্রান্ত মন্তব্য সেনসিটিভ বলেন রাসেল

বিনিয়োগ সংক্রান্ত যেকোন মন্তব্য সব সময়ই সেনসিটিভ বলে মনে করেন ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেল।

তিনি ফেসবুকে পোস্ট মধ্যমে জানান, আমরা শুধু আপনাদের কাছে সময় চেয়েছি যেন ইভ্যালিতে বিনিয়োগ এনে সবার প্রতি কমিটমেন্টগুলো দ্রুততার সাথে রাখতে পারি। বিনিয়োগ পাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আমার অনুরোধ এই রকম একটা সেনসিটিভ বিষয়ে (বিনিয়োগ সংক্রান্ত) লিখিত কোন স্টেটমেন্ট ছাড়া কোন মিডিয়া যেন নিউজ না করেন।

আমারা সবসময়ই বলে আসছি আমাদের কমিটমেন্ট সময়ের মাঝেই সকল পুরাতন অর্ডার ডেলিভারি করব ইনশাল্লাহ।

5/5 - (1 vote)