প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান আগের মতো অফারে ব্যবসা করবে না ইভ্যালি। তিনি বলেন আগের মতো অফার নয়, আকর্ষণীয় দামে এবং প্রতিটি পণ্যে মুনাফা করেই বিক্রি করবে ইভ্যালি। আগামী এক বছর নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করতে পারলে প্রথম বিনিয়োগ থেকেই গ্রাহকদের সব দেনা পরিশোধ করা সম্ভব। আরো উল্লেখ করেন, ইভ্যালি এইবার প্রথম দিন থেকেও লাভে পণ্য বিক্রয় করবেন।
জানা যায় ইভ্যালি মূল সার্ভার চালু করার আগ পর্যন্ত নতুন সার্ভারে ‘পিক এন্ড পে’ ও ‘সিওডি’ মধ্যমে ব্যবসা কার্যক্রম চালু থাকবে। মূল বা পুরানো সার্ভার বিষয় ইভ্যালি জানান, পুরাতন সার্ভার এর ইস্যুতে Amazon কে পেমেন্ট করাসহ অনেকগুলো বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই বিষয়ে যথেষ্ট অগ্রগতিও হয়েছে। পুরাতন সার্ভার চালু হবার সাথে সাথেই পুরাতন সকল তথ্য গ্রাহক নতুন অ্যাকাউন্টে দেখতে পাবে। গ্রাহকে এখন ই-মেইল ব্যবহার করে নতুন একটি পাইমারি একাউন্ট খুলে নিতে হবে। পরবর্তীতে ভেরিফিকেশনের মাধ্যমে অন্য সব একাউন্টে তথ্য মূল/পাইমারি নতুন একাউন্টে যুক্ত করা হবে বলে জানান ইভ্যালি।