Thursday, September 28, 2023
News

লাইভে আসছে ইভ্যালির সিইও

লাইভে আসছে ইভ্যালির সিইও

 

    আগামি শানিবার রাত ১১.০০ টায় লাইভে আসে ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেল। ইভ্যালির অফিশিয়াল ফেসবুক গ্রুপের মাধ্যে জানিয়েছেন।

লাইভে ইভ্যালি বর্তমান অবস্থা বিগত এক মাসের অগ্রগতি, ভবিষ্যতে পরিকল্পনা এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন।

তিনি আরো বলেন, “আমার শুরু থেকেই একটি বিশ্বাস, যেহেতু ইভ্যালির একটি শক্তিশালী ইকমার্স প্রতিষ্ঠান, সময় পেলে সকল সমস্যা সমাধান করতে সক্ষম।

আমরা বেশ কিছু ক্ষেত্রেই আমাদের পরিকল্পনা মতই এগিয়েছি। আশা করি সময়ের মধ্যেই সব সফল করতে পারব।”

আগামী ৫ মাসের মাঝে বিগত সকল অর্ডার ডেলিভারি করবেন বলেও জানান মোহাম্মদ রাসেল।

Rate this post