Friday, November 22, 2024
BusinessNews

নগদ পাচ্ছে ২৫০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

     মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল কোম্পানি কিউ গ্লোবাল লি. ৩০ মিলিয়ন (২৫০ কোটি) টাকা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে নগদে।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সংশ্লিষ্ট রোড শো’তে ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে ডাক বিভাগের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।

নগদ বলছে, পাঁচ বছরের মেয়াদান্তে এই বন্ডের ফেসভ্যালু হবে ৭৫০ কোটি টাকা। বন্ড ছাড়ার ঘোষণার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল কোম্পানি কিউ গ্লোবাল লি. নামে এই বন্ডে ৩০ মিলিয়ন সমপরিমাণ বাংলাদেশি টাকা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

Rate this post