আগে বলেছিলাম, মাঝারি থেকে বড় ১০+ ই–কমার্স প্রতিষ্ঠান আছে বাংলাদেশের বাজারে। তাদের মধ্যে আমার জানামতে তিন থেকে চারটি প্রতিষ্ঠান ইভ্যালি মত ক্যাশব্যাক কিংবা বড় অফার দিয়ে যাচ্ছে।
যেমন –
০১) আদিয়ান মার্ট।
০২) প্রাইম বাজার।
০৩) প্রিয় শপ ইত্যাদি।
যদিও তারা ছোট ইভ্যালির তুলনায় কিংবা ছোট অফার দিচ্ছে, কিন্তু দিচ্ছে তো? তারাও তো একই ধরনের অফার দিয়ে ব্যবসা করছে। তারা অল্প অফার দিচ্ছে বিধায় তাদের নাম গন্ধ আস্তে আস্তে শোনা যাচ্ছে, আর ইভ্যালি চেয়েছে তাদের নামগন্ধ খুবই দ্রুত শোনা যাক, তাইতো?
আবারো বলি, এই বাজারে একটিমাত্র বিক্রেতা ইভ্যালি নন।