Site icon Evaly Fan's Club

যমুনা গ্রুপ বিনিয়োগ হিসাবে ইভ্যালিকে পন্য দিবে নাকি নগদ টাকা দিবে?

যমুনা গ্রুপ বিনিয়োগ হিসাবে ইভ্যালিকে ১০০০ কোটি টাকার পন্য দিবে নাকি নগদ টাকা দিবে?

     যারা TBS নিউজ পড়েছেন তাদের কাছে মোটামুটি উত্তর পন্য দিবে এটাই। তাদের নিউজ দেখে মনে হচ্ছে, এত দিন ইভ্যালিকে নিয়ে নিউজ করেছে, এখন এটা না করলে কেমন দেখায়🥴

যাই হোক করেছে, প্রথম আলো অফিস তখন বন্ধ ছিলা তাই তারাও একটু দেরি হলেও করেছে।

মূল কথা, যারা উপরের প্রশ্ন করছেন তাদের কাছে আমার প্রশ্ন বিনিয়োগ কখনো পন্য হয়? তা হলে বিনিয়োগ না বলে সাপ্লাই ক্রেডিট বলা হইত।

তর্কের খাতিলে মেনে নিলাম বিনিয়োগ হিসাবে পন্য দিবে বা সাপ্লাই ক্রেডিট। তার মানে যমুনার ১০০০ কোটি(প্রথমে ২০০ কোটি) টাকার পন্যের বিল দিতে হবে না, মানে সাপ্লাই ক্রেডিট হিসাবে থাকবে। এখন ইভ্যালি যমুনার পন্য বিক্রয় করে ২০০ কোটি টাকা ক্যাশ পাবে।

    এই টাকা ইভ্যালির জন্য মূলধন নয়? এই ২০০ কোটি টাকা দিয়ে ইভ্যালি অন্য সেলার পেমেন্ট কিংবা পুরাতন অর্ডার ডেলিভারি দিতে পারবে না? কিংবা এই মূলধন দিয়ে ইভ্যালি তাদের ইকোসিস্টেম ডেভেলোপ করতে পারবে না?

তবে অন্য নিউজপেপার দেখলে বুঝতে পারবেন যমুনা গ্রুপের বিনিয়োগ জন্য কত শতাংশ মালিকানা পাবে, এমন প্রশ্ন উঠেছে। তবে কত শতাংশ মালিকানা যমুনা গ্রুপ পাবে তার এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তাতে বুঝায় যায় এইটি সাপ্লাই ক্রেডিট বা শুধু পন্য নয়।

সর্বোপরি একটি দেশীয় স্টার্টআপ কোম্পানির জন্য আরেকটি দেশীয় প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তা নিঃসন্দেহে ভাল খাবার। এই বিনিয়োগ দিয়ে ইভ্যালি ঘুরে দাড়ালে, আমি মনে করি ইভ্যালির জন্য বিদেশী বড় বিনিয়োগের অভাব পড়বেনা। এবং সবাই চায় বিদেশী বিনিয়োগ দেশে আসুক।

® #nahid93bd

~ ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ
4.2/5 - (5 votes)
Exit mobile version