আমি আবার কোন কিছু এমনি এমনি বলিনা। আসুন টেলিভিশন চলার মাধ্যম গুলি নিয়ে একটু আলোচনা করা যাক –
১। টেলিভিশন গুলির ব্রডকাস্ট মাধ্যম, স্যটেলাইট থেকে সিগ্ন্যাল ব্যবস্থাপনা, স্যাটেলাইট এর বিল প্রদান হাওয়ার মাধ্যমে হয়ে থাকে।
২। পিছনে শুধু একটা সবুজ পর্দা রেখেই গোয়াল ঘরকে চকমকে স্টুডিও করতে যে সফটওয়ার গুলি ব্যবহৃত হয় তাও বোধকরি হাওয়ার মাধ্যমেই কেনা। পাইরেসি করা হলে হাওয়ার মধ্যে থেকে ডাউনলোড করা
৩। মিটিং করার সময় যে জুম ব্যবহার করা হলো বোধকরি সেটীও হাওয়ায় সেবা দেয়।
৪। বিভিন্ন অনুষ্ঠান বা ক্লিপ সংরক্ষনে যে সিকিউরিটী বা স্টোরেজ সেবা ব্যবহৃত হয় তাও বোধকরি হাওয়ার মাধ্যমেই সেবা প্রদান করে।
৫। টেলিভিশন চ্যানেল গুলি যে এড প্রচারের মাধ্যমে আয় করেন বোধকরি তারাও বাড়ী বাড়ী যেয়ে এড বলে আসেনা বা দেখিয়ে আসে না, তারাও এর জন্যে হাওয়ার সাহায্য নিয়ে থাকে। এক্ষেত্রে পত্রিকা গুলি হয়ত হাওয়ায় ব্যবসা বলতে পারত, তবে তারো যেহেতু অনলাইন এ পোস্ট টোস্ট শেয়ার করে তাই তারা হয়ত এই ভুলটি করেন নি।
৬। ডিজিটাল বাংলাদেশ বলে যে একটা মডেল কে আমরা চিন্তা করি তা কিন্তু হাওয়ার উপর দেশ চলবে, তথ্যের দ্রুতগামিতা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের অন্যতম মূল ভিতী। এই হাওয়ার মাধ্যমেই কিন্তু আমারা বিশ্বের সাথে সংযুক্ত হবার সুযোগ পাচ্ছি।