Site iconSite icon Evaly Fan's Club

১ ঘন্টায় ৫৩ হাজার রিয়েলমি স্মার্টফোন অর্ডার ইভ্যালিতে

১ ঘন্টায় ৫৩ হাজার রিয়েলমি স্মার্টফোন অর্ডার ইভ্যালিতে

   ১ ঘন্টায় তরুণদের কাছে অন্যতম পছন্দের মোবাইল ব্র্যান্ড রিয়েলমির, রিয়েলমি ৮ ৫জি স্মার্টফোনের প্রায় ৫৩ হাজার ইউনিট অর্ডার পড়েছে ইভ্যালিতে। তবে তার মধ্যে ১৫ হাজার জন অর্থ প্রদান করতে পারবেন। 

শনিবার (১০ জুলাই) রাত ১০ টায় ইভ্যালি প্রায়োরিটি ষ্টোর অফারে দ্রুততম চার্জিং এই স্মার্টফোনটি বিশেষ মূল্যছাড়ে ও আকর্ষণীয় দামে গ্রাহকদের কেনার সুযোগ করে দেয় ইভ্যালি। অর্থ প্রদান সম্পূর্ণের ২৪ ঘন্টা মধ্যে ঢাকা ও ৭২ ঘন্টার মধ্যে ঢাকার বাহিরে ডেলিবারি দেওয়া হাবে। 

বিক্রি শুরুর মাত্র ১ ঘন্টার মধ্যেই ইভ্যালিতে বিক্রির পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ে নেয় রিয়েলমির এই ডিভাইসটি।

সবার জন্য ফাইভজি প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে রিয়েলমি ৮ ফাইভ জি’তে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ফাইভ জি প্রসেসর। ৮.৫ মিলিমিটার হাইপার স্লিম বডি ও ১৮৫ গ্রাম ওজনের রিয়েলমি ৮ ৫জি বাজারের সবচেয়ে হালকা ৫জি স্মার্টফোন। রিয়েলমি ৮ ৫জি এবং ইউনিভার্সল পিকচার্সের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ এর কোলাবরেশন থাকায়, এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে জনপ্রিয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস থেকে অনুপ্রাণিত হয়ে। এই সিনেমার গতিময় হেডলাইট থেকে ধারণা নিয়ে তা ফোনের পিছনে ব্যবহার করে তরুণদের জন্য ডায়নামিক স্পিড লাইট ডিজাইন তৈরি করা হয়েছে। এই ফোনে আরও রয়েছে ৯০ হার্জ ফুল এইচডি + আলট্রা-স্মুথ ডিসপ্লে এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।

Rate this post
Exit mobile version