আমার সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা :
এন সি পি :
ছাত্র ২ জনকে ক্ষমতা থেকে বের করে আনেন। যদি কোন ভূল থাকে সেগুলো খুজে জাতির কাছে স্বীকার করে অঙ্গীকার করেন এই দেশ অবশ্যই আপনারা উন্নত করবেন। আপনারা যেমন এই বিপ্লবের মহা নায়ক, ঠিক মহা নায়ক আপনাদের এই জনগণই বানাইছে। আমি বিশ্বাস করি জনগণ আপনাদের ই ক্ষমতায় দেখতে চায়। জনগণ এটাও দেখতে চায় আপনারা ক্ষমতা আর টাকা এর চেয়ে দেশকে বেশি ভালোবাসেন। আমরা আবেগী জাতি। আমরা যদি বুঝি আপনারা আমাদের জন্য কাজ করবেন, পৃথিবীর কোন রাষ্ট্র শক্তি আপনাদের একটা চুল ছিড়তে পারবে না।
সরকার:
দয়া করে বলেই ফেলেন ২০২৬ এর জুনে নির্বাচন। একবার বলে ফেলেন, দেখেন কি পরিমান সাপোর্ট পান। ইভেন ৫ বছর থাকতে চাইলেও বলে ফেলবেন আমি নিশ্চিত। আমি শিউর মাননীয় উপদেষ্টা অনেক বিজ্ঞ। কিন্ত আমার মনে হয় এই ডিসেম্বর জুন হইলো একটি বিশাল সমস্যা। আমরা দৈনন্দিন জীবনে এই রকম সময় উল্লেখ করি যখন আমরা কনফিউজড থাকি শেষ পর্যন্ত কাজটা করব কিনা। মানে অবস্থা দেখে ব্যবস্থা নিব টাইপ। বাংলাদেশের মানুষ একক কোন ব্যাক্তির প্রতি এত সমর্থন এর আগে কখন ছিল আমি জানি না। আমার মনে হয় আপনাকে অনেকে কনফিউজড করে রাখছেন। আমি আপনার জায়গায় থাকলে ৩ দিন কারো সাথে কথা না বলে আমার বিবেক যা বলে তাই করতাম। আপনি প্রচুর বায়াস্ড হয়ে যান নানা মতের মিশ্রণে।
বিএনপি:
ভাইরে এই রকম মাঠ পাবেন নিশ্চয়ই আপনারাও ভাবেন নাই। আপনারা খুবই ভালোমত জানেন আপনাদের দূর্বলতা কি ছিল। আপনারা কি মনে করেন, মিছিলের লোক ভোট রিপ্রেজেন্ট করে ? এই যে মিছিলে আসা লোকেরা এলাকায় মাস্তানি করে এটা যদি না কমাতে পারেন ক্ষমতায় এসেও টিকবেন না। স্টাইল চেইন্জ করেন প্লিজ। আপনাদের কথা হবে স্মার্ট। বাচ্চা ছেলেদের প্রতিযোগী না বানায় কাছে টানার আহ্বান দেন। তাদের প্রশংসা করেন। তাদের ভুলগুলো ধরায় দিয়ে ভালো কাজে হাত তালি দেন। মেয়র পদে যদি ছাত্ররা আপনাদের নাও মেনে নেয়, জনগণের কাছে বিচার দিয়ে বলেন এই ছাত্রদের প্রতি আপনাদের বিশ্বাস আছে। আপনারা জাতীয় নির্বাচন পর্যন্ত যেকোন সিদ্ধান্ত স্বাগত জানান। বলেন যে ছেলেরা জীবন বাজি রেখে কাজ করছে , তাদের ভূল শুদ্ধ মেনে নিচ্ছি। তবে যেহেতু রাজনৈতিক দল হিসেবে আপনাদের শক্ত থাকতে হবে, জাতীয় নির্বাচন চেয়ে চাপ ভিতরে ভিতরে দিবেন। আর সবসময় বলবেন আপনারা ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন জনগণ দেখেবে। বিশ্বাস করেন যুগ বদলাইছে। জাস্ট একটা বড় নেতাকে ফায়ার করে দেখান যে অত্যাচার সহ্য করে অত্যাচারী হওয়ার সুযোগ নাই। দলের কেউ ভুলভাল কাজ করলে যে দল এইবার জনগণের পাশে থাকবে এটা প্রমাণ করেন, না হলে যা লাউ তাহাই কদু হবে।
অন্যান্য:
ভাই কি ভয়ে সত্য কথা কম বলা শুরু করলেন আমার মাথায় ধরে না। আপনাদের পরিকল্পনার চেয়ে দৌড়াদৌড়ি বেশি খেয়াল করি আমরা। নিজেদের সামনের জনসংখ্যা দেখে মনে করেন এইটাই মনে হয় দুনিয়া। বিরোধী মতাদর্শের প্রতি আপনাদের ঘৃণা দেখে খুব কষ্ট পাই।
জনগণ:
প্লিজ আপনার নিজের পছন্দকে দুনিয়ার উপর চাপায় দেওয়া বন্ধ করুন। যুক্তি দিয়ে আমরা ভাবার চেষ্টা করি। পৃথিবীতে বিভিন্ন ধর্ম বর্ণ অবস্থার লোক আছে। সহমর্মিতা এবং সহানুভূতি সবার উপরে থাকবে। আমরা আবেগী , এটা আমার কাছে গর্বের বিষয়। চলুন এই আবেগ দিয়ে ভালো কিছুর পাশে থাকি।
কন্সট্রাকশন ফেইজ নয়েজ এবনরমাল কিছু না। সবচেয়ে আশারবাণী আমাদের পরবর্তি জেনারেশন অনেক অনেক স্মার্ট। তারা শুধু একবার সঠিক পথটা খুজে পাইলেই হয়। সব ভেঙ্গে এরা এগিয়ে নিয়ে যাবে আমাদের।
ভালোবাসি এই দেশ ! -মোহাম্মদ রাসেল
বর্তমান দেশের পরিস্থিতিতে ইভ্যালির সিইও মোঃ রাসেলের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা
