Site iconSite icon Evaly Fan's Club

ইভ্যালিতে আটকে থাকা পণ্য ও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন ৯৩ শতাংশ মানুষ

ইভ্যালিতে আটকে থাকা পণ্য ও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন ৯৩ শতাংশ মানুষ

দীর্ঘদিন বন্ধ থাকায় ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালিতে অনেকে পন্য বা টাকা আটকে ছিল। পুনরায় সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের মাধ্যেমে চালু হওয়া প্রতিষ্ঠানটির গ্রাহক তাদের পন্য বা টাকা ফেরত পাওয়ার আসা করছেন। 
 
সময় টিভির এক অনলাইন জনমত জরিপে দেখা যায় ৯৩ শতাংশ (৩০ হাজারের বেশি) মানুষ পণ্য ও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন।
wp-16642688754213778903546375428124
জনমত জরিপেঃ
হাইকোর্টের আদেশে ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব নিয়েছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। পুনরায় সক্রিয় হয়েছে তাদের ফেসবুক পেইজ। লাখো গ্রাহকের আটকে থাকা পণ্য ও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কী?

২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা সময় টিভির ওয়েবসাইটে দেখায় যায়, সম্ভাবনা আছে  পক্ষে ভোট দিয়েছে ৯৩ শতাংশ বা ৩০২৮৮ জন। সম্ভাবনা নাই পক্ষে ভোট দিয়েছে ৬ শতাংশ বা ২১৪৩ জন। মন্তব্য নেই পক্ষে ১ শতাংশ বা ১৯৫ জন ভোট দিয়েছে। 

ইভ্যালি ব্যবসায় ফিরে আশায় গ্রাহকরা শুভ কামনা জানাচ্ছে। ধারনা করা হচ্ছে আগামী অক্টোবরের ১৫ তারিখ থেকে ইভ্যালির সাইট অর্ডার করার জন্য চালু হবে।

তার আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে (Evaly.com.bd) একটি বিজ্ঞাপন দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘ওয়ানপ্লাস ১০টি ৫জি’ মোবাইল, শিগগিরই আসছে ছবিতে একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া এ ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারিতে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’।

Rate this post
Exit mobile version