গেজেট আকারে প্রকাশ পেল “ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১।
সংগ্রহঃ বাণিজ্য মন্ত্রণালয়
অধ্যায় -১
নির্দেশিকার নাম , পরিধি ও সংজ্ঞা
১.১ সংক্ষিপ্ত শিরোনাম , প্রয়োগ ও প্রবর্তন
“জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা ২০২০” এর অনুচ্ছেদ ৩.৩.৬ অনুসারে এ “ডিঞ্জিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১” প্রণয়ন করা হলো।
১.১.১ সংক্ষিপ্ত শিরোনাম: এ নির্দেশিকা “ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১” নামে অভিহিত হবে।
১.১.২ প্রয়োগ: এটি সমগ্র বাংলাদেশে প্রয়োগ হবে।
১.১.৩ প্রবর্তন: এটি অবিলম্বে কার্যকর হবে।
১.২ সংজ্ঞা: বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকলে এ নির্দেশিকা
১.২.১ মার্কেটপ্লেস- মার্কেটপ্লেস (Marketplace) অর্থ ইন্টারনেটে এক ধরনের ডিজিটাল কমার্স সাইট বা পার্টোল যাতে এক বা একাধিক তৃতীয় পক্ষ কর্তৃক পণ্য বা সেবা সম্পর্কিত তথ্যাদি সন্নিবেশ করা থাকে এবং লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।
১.২.২ পণ- পণ্য অর্থ কাঁচামাল, উৎপাদিত দ্রব্য ও যন্ত্রপাতি এবং কঠিন, তরল বা বায়বীয় অকিারে পণাদ্রবা যা হস্তান্তর করা যায় এবং মানুষের প্রয়োজন মেটায়।
১.২.৩ সেবা- সেবা অর্থ পণ সংশ্লিষ্ট সেবা, ভৌত সেবা বা বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবাকে বুঝাবে যার উপযোগিতা আছে।
১.২.৪ ওয়ারেন্টি- ওয়ারেন্টি হলো বিক্রেতা বা উৎপাদনকারী এবং ক্রেতা বা ভোক্তার মধ্যে সম্পাদিত এক ধরনের চুক্তি যাহাতে পণ্য বা সেবার নির্দিষ্ট গুণাবলী বা স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করা হয়। চুক্তিতে বর্ণিত গুণাবলী, উপযোগিতা বা স্থায়িত্ব পাওয়া গেলে তা বা ভোক্তাকে বিক্রেতা ভর্তুকি বা মূল্য ফেরত অথবা মেরামত করে দেয়ার অঙ্গীকার করা হয়।
১.২.৫ গ্যারান্টি- দারান্টি হলো বিক্রেতা বা উৎপাদনকারী কর্তৃক ভোক্তা বা ক্রেতাকে প্রদত্ত পণ্য বা সেবার মান, কার্যকারিতা বা উপযোগিতা বিষয়ক প্রতিশ্রুতি।
১.২.৬ ভেজাল পণ্য- নিরাপদ খাদ্য আইন ২০১৩ বা বিএসটিআই আইন বা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুসারে সংজ্ঞায়িত ভেজাল পণ্য বা সেবাকে বুঝাবে।
১.২.৭ নকল পণ্য- ট্রেডমার্ক আইন রেজিস্ট্রিকৃত কোন পণ্য। ট্রেডমার্ক সংশ্লিষ্ট প্রস্তুতকারী বা তার নিয়োজ্জিত বা অনুমোদিত কোন প্রতিষ্ঠান ব্যতীত অন্য কেহ উৎপাদন ও বাজারজাত করলে সেই সকল পণ্য বা সেবাকে নকল পণ্য বা সেবা হিসেবে গণ্য করা হবে।
১.২.৮ ডিজিটাল ওয়ালেট- ডিজিটাল ওয়ালেট অর্থ কোন অনলাইন ভিত্তিক বা ভার্চুয়াল সেবা যা সুনির্দিষ্ট ক্ষেত্র বিশেষে ইলেকট্রনিক প্রক্রিয়ায় আর্থিক লেনদেন সম্পাদন করার জন্য ব্যবহার-উপযোগী হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ব্যবস্থা।
১.২.৯ লটারি- লটারি হল কোন টিকেট বা নম্বর এর ভিত্তিতে দৈব চয়ন পদ্ধতিতে অনেকের মধ্য হতে এক বা একাধিক ব্যক্তিকে বিজয়ী নির্বাচন করে তাকে বা তাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করার প্রক্রিয়া।
১.২.১০ কর্তৃপক্ষ- এ নির্দেশিকায় কর্তৃপক্ষ বলতে সরকারকে বুঝাবে।
১.২.১১ মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম- মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম অর্থ কোন পণ্য বা সেবা দুই বা ততোধিক স্তর বিশিষ্ট নেটওয়ার্ক সৃষ্টির মাধ্যমে সুনির্দিষ্ট কমিশন বা লভাংশ বা অন্য কোন সুবিধা প্রদানের পরিকল্পনা ও প্রতিশ্রুতির আওতায় পরিচালিত বিপণন কার্যক্রম।
১.২.১২ পারসোনাল রিটেইল একাউন্ট (PRA) নম্বর- পারসোনাল রিটেইল একাউন্ট (PRA) নম্বর হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত খুচড়া বিক্রেতা নিবন্ধন নম্বর।
১.২.১৩ ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (UBID) – ইউনিক বিজনেস স্রাইডেনটিফিকেশন নম্বর (UBID) হল বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান সমূহের নিবন্ধন নম্বর।
অধ্যায় -২
লক্ষ্য ও উদ্দেশ্য
২.১ লক্ষ্য
ডিজিটাল ক্রয়-বিক্রয়ে ক্রেতা-বিক্রেতার স্বার্থ সংরক্ষণের মাধ্যমে “জাতীয় কমার্স নীতিমালা (সংশোধিত) ২০২০” এর সফল বাস্তবায়নের জনা অনুকূল পরিবেশ গড়ে তোল।
২.২ উদ্দেশ্য
২.২.১ ডিজিটাল কমার্স পরিচালনায় স্বচ্ছতা, দায়বন্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
২.২.২ ডিজিটাল ব্যবসার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
২.২.৩ ডিজিটাল ব্যবসায় শৃংখলা অনিয়নের মাধ্যমে ভোক্তার আস্থা বৃদ্ধি ও অধিকার নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা।
২.২.৪ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা।
অধ্যায় -৩
মার্কেটপ্লেসে বিক্রয়যোগ্য পণ্য ও সেবার তথ্য প্রদর্শন ও ক্রয়-বিক্রয়
৩.১ সাধারণ নিয়মাবলী
৩.১.১ দেশের সংশ্লিষ্ট সরুপ প্রসাশত আইন ডিঞ্জিটাল কমার্স পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৩.১.২ ওয়েবসাইট, মার্কেটপ্লেস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের জন্য উপস্থাপনের ক্ষেত্রে পণ্য ও সেবা সংশ্লিষ্ট সকল বিবরণ ও শর্তাবলি যেমন- পণ্য ও মূল্য ফেরতের শর্তাবলি, পরিবর্তন, সরবরাহের সময়সীমা ইত্যাদি বিষয়ে সকল শর্তাবলী সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৩.১.৩ ডিজিটাল কমার্স বা ই-কমার্সের মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) বা নেটওয়ার্ক ব্যবসায় পরিচালনা করা যাবে না।
৩.১.৪ ডিজিটাল মাধ্যমে নেশা সামগ্রী, বিস্ফোরক দ্রব্য বা অন্য কোন নিষিদ্ধ সামগ্রী ও সেবা ক্রয়-বিক্রয় করা যাবে না। জুয়া বা online betting বা online gambling এর আযোজন বা অংশগ্রহণ করা যাবে না।
৩.১.৫ ডিজিটাল মাধ্যমে ঔষধ এবং চিকিৎসা সামগ্রী ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করতে হবে। অনুরূপভাবে কোন দাহ্য প্রদাৰ্থ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করতে হবে।
৩.১.৬ বিক্রেতার ওয়েবসাইটে কোন বিশেষ সফটওয়্যার বা Cookies থাকলে তা গ্রাহকে পূর্বেই অবহিত করতে হবে।
৩.১.৭ ক্রয়-বিক্রয়কালে কোন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার প্রয়ােজন হলে কী কী তথ্য সংগ্রহ করা হবে, তথ্য কোথায় সংরক্ষিত থাকবে, পরবর্তীতে কোথায় তা ব্যবহৃত হবে এবং কি প্রক্রিয়ায় তা প্রসেস করা হবে তা জানিয়ে ক্রেতার পূর্বানুমতি গ্রহণ করতে হবে। ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে টার্মস এন্ড কন্ডিশন ক্রেতা দেখেছেন তা নিশ্চিত হওয়ার জন্য ওয়েব সাইটে চেকবক্স (Check box) বা সম্মতি গ্রহণের ব্যবস্থা রাখা যেতে পারে।
৩.১.৮ ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহ সরকারের পূর্বানুমোদন ব্যতীত কোন ধরনের লটারি বা র্যাফল ড্র এর আয়োজন করতে পারবে না । এ ক্ষেত্রে The Pental ( xle 1860 এর ২৯৪ (বি) ধারা প্রযােজ্য হবে।
৩.১.৯ সকল ধরনের ডিজিটাল ওয়ালেট, গিফ্ট কার্ড, ক্যাশ ভাউচার বা অন্য কোন মাধ্যম যা অর্থের বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে তা বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসরণ এবং প্রয়ােজনীয় ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিরেকে তৈরী (Issue) , ব্যবহার বা ক্রয়-বিক্রয় করা যাবে না।
৩.১.১০ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যাতিরেকে ডিজিটাল মাধ্যমে কোন ধরনের অর্থ ব্যবসা পান করা যাবে না।
৩.১.১১ ক্রেতাকে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কোন পণ বা সেবা ক্রয়ের জন্য বাধ্য করা যাবে না।
৩.১.১২ সকল ডিজিটাল কমার্স পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন, TIN, ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (UBID) বা পারসােনাল রিটেইল একাউন্ট (PRA) নম্বর এর অন্তত একটি গ্রহণ করতে হবে এবং তার মার্কেটপ্লেস বা সোস্যাল মিডিয়া পেইজে তা প্রদর্শন করতে হবে।
৩.১.১৩ সকল ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের জন্য পর্যায়ক্রমে ইউনিক বিজনেস আইনটিফিকেশন নম্বর (UBID) বাধ্যতামূলক করা হবে।
৩.১.১৪ সচ্ছতার জনা ব্যবসায় লেনদেন সংক্রান্ত সকল তথাদি অন্ততপক্ষে ৬ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত যে কোন সংস্থা চাহিবামাত্র তা সরবরাহ করতে হবে।
৩.১.১৫ মার্কেটপ্লেস এর স্বত্বাধিকারী তার তালিকাভুক্ত বিক্রেতার বিক্রয়কৃত পণ্যের দাম বুঝে পাওয়ার সর্বোচ্চ ১০(দশ) দিনের মধ্যে প্রযোজ্য কমিশন ও ডেলিভারি চার্জ কেটে রেখে সংশ্লিষ্ট তালিকাভুক্ত বিক্রেতাকে পুরো দাম পরিশোধ করতে হবে। তবে মার্কেটপ্লেস এর সত্বাধিকারী ও বিক্রেতা বা মার্চেন্ট এর মধ্যে ভিতর কোন চুক্তি থাকলে সে অনুযায়ী পাওনা পরিশোধ করা যাবে।
৩.১.১৬ মার্কেটাস এর মালিক নয় এমন বিক্রেতা বা মার্চেন্ট এর পণ্য বা সেবা বিক্রয়ের জনা উপস্থাপনের পূর্বে মার্কেটপ্লেস কর্তৃপক্ষ ও বিক্রেতা বা মার্চেন্ট এর মধ্যে একটি চুক্তি সম্পাদন করতে হবে। চুক্তি সম্পাদনের সময় মার্কেটপ্লেস কর্তৃপক্ষ বিক্রেতা বা তার যোগ্য প্রতিনিধির নাম, ছবি, জাতীয় পরিচয়পত্র , মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদিসহ পূর্ণাংগ তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা নিবে।
৩.১.১৭ ডিজিটাল কমার্স মার্কেটপ্লেস বা ফেইসবুক পেইজে ক্রয়-বিক্রয়, মূল্য ফেরত, পণ্য ফেরত বা পণ্য পরিবর্তন, ডেলিভারি পদ্ধতি, ডেলিভারির সময় এবং অন্যান্য শর্তাবলী বাংলায় লিপিবদ্ধ থাকতে হবে এবং স্পষ্টভাবে তা প্রদর্শন করতে হবে। শর্তবলী বাংলা ভাষার পাশাপাশি প্রয়োজনে অন্য ভাষায় লিপিবদ্ধ করা যাবে। বাংলাদেশের প্রচলিত আইন বা বিধির সাথে সাংঘর্ষিক কোন শর্তাবলী মার্কেটপ্লেস বা সোস্যাল মিডিয়া পেইজে লিপিবদ্ধ করা যাবে না।
৩.১.১৮ বিদেশী ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই এদেশে নিবন্ধিত হতে হবে এবং ব্যবসা পরিচালনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমােদন গ্রহণ করতে হবে।
৩.১.১৯ বিক্রেতা প্রতিষ্ঠান মার্কেটপ্লেসে ঘােষিত পণা বা সেবার ঘােষিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ দাবী করতে পারবে না।
৩.২ মার্কেটপ্লেসে পণ্য বা সেবা বিক্রয়ের জন্য উপস্থাপন
৩.২.১ মার্কেটপ্লেসে বিক্রয়যােগ্য পণ্য বা সেবার যথাযথ বিবরণ, যেমন, পণ্যের পরিমাপ, উপাদান, রং, আকৃতি, গুণগতমান ইত্যাদি, মূল্য এবং ডেলিভারিসহ অন্যান্য চার্জ যদি থাকে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পণ্য বা সেবাকে চিহিত করার জন্য পরিপূর্ণ বর্ণনা যা পন্য বা সেবাকে চিহ্নিত করতে সক্ষম এমন তথ্যাদি প্রদান করতে হবে।
৩.২.২ সুস্পষ্টতার জন্য বাস্তবসম্মত হলে পণের ছবি, ভিডিও, রং, আকৃতি, পরিমাপ, ওজন, উপাদান ইত্যাদি এবং সেবার ক্ষেত্রে সেবার ধরন, সেবা প্রদান পদ্ধতি, পরিমাপ যােগাতা (যদি থাকে) ইত্যাদি তথ্য প্রদান করতে হবে। পণ্যের বিস্তারিত বিবরণ ( ব্র্যান্ড, মডেল, ডেলিভারি সময়, country of origin ইত্যাদি) ক্রেতাদের জন্য দিতে হবে যাতে ক্রেতা জেনে-বুঝে পণ্য বা সেবা ক্রয় করতে পারে।
৩.২.৩ পণ্যের ক্ষেত্রে পণ্যের উপাদান ও উপাদানের পরিমান, রাসায়নিক গঠন (সম্ভব হলে) ইত্যাদি বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে।
৩.২.৪ পণ্য ব্যবহারে মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জনা ঝুঁকিপূর্ণ বা পরিবেশের জন্য ক্ষতিকর কিছু রয়েছে কিনা অথবা শিশুদের জনা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৩.২.৫ যে সকল পণ্যের ক্ষেত্রে কোন মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সনদ গ্রহণের বাধ্যবাহকতা রয়েছে সে সকল ক্ষেত্রে পণ্যের বিবরণে মান নিয়ন্ত্রণ সনদের উল্লেখ থাকতে হবে।
৩.২.৬ মেয়াদ উত্তীর্ণ পণ্য বা দ্রব্য সামগ্রী বিক্রয় বা সরবরাহ করা যাবে না।
৩.২.৭ মেধাস্বত্ব সংরক্ষণের নিয়ম যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
৩.২.৮ কোন নকল বা ভেজাল পণা প্রদর্শন বা বিক্রয় করা যাবে না।
৩.২.৯ বিক্রয়ের জনা প্রদর্শিত পণ্য বিক্রেতা বা তার সাথে চুক্তিবদ্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকতে হবে এবং বিজ্ঞপ্তিতে কী পরিমাণ পণ্য স্টকে রয়েছে তা উল্লেখ করতে হবে এবং প্রতিটি বিক্রয় ক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে ও পণ্যের স্টক হালনাগাদ করতে হবে। বিক্রয়ের জন্য প্রদর্শিত পণ্য বিক্রেতা বা তার সাথে চুক্তিবদ্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে না থাকলে “স্টক নেই” বা “Out of stock” কথার্টি স্পষ্টভাবে পণ্যের পাশে লিপিবন্ধ থাকতে হবে এবং এ ক্ষেত্রে অনুচ্ছেদ ৩.২.১০ এ বর্ণিত অবস্থা ব্যতিরেকে কোন ধরনের পেমেন্ট গ্রহণ করা যাবে না। নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর বা সংখ্যায় প্রকাশ করা যায় না এমন পণ্য বা সেবার ক্ষেত্রে স্টকের পরিমাণের পরিবর্তে “Available for delivery” কথাটি লিখা থাকতে হবে।
৩.২.১০ অগ্রিম মূল্য আদায়ের ক্ষেত্রে প্রদর্শিত পণ্য অবশ্যাই দেশের ভেতরে ‘রেডি টু শিপ’ (মার্কেটপ্লেসের নিজস্ব নিয়ন্ত্রণে বা মার্কেটপ্লেসে নিবন্ধিত থার্ড পার্টি বিক্রেতার নিয়ন্ত্রণে) পর্যায়ে থাকতে হবে। সম্পূর্ণ মুল্য গ্রহণের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি পারসন বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করার মত অবস্থায় নেই এমন পণ্যের ক্ষেত্রে পণ্যমূলাের ১০ % এর বেশি অগ্রিম গ্রহণ করা যাবে না। তবে বাংলাদেশ ব্যাংক অনুমােদিত এসক্রো সার্ভিস এর মাধ্যমে ১০০% পর্যন্ত অগ্রিম গ্রহণ করা যাবে।
৩.২.১১ কোন ধরনের অফার, ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি বা অন্য কোন সুবিধা থাকলে তা পরিষ্কারভাবে পণ্যের বর্ণনায় থাকতে হবে।
৩.২.১২ কোন তৃতীয় পক্ষ বা মার্চেন্ট এর পণ্য বা সেবা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় হলে বিক্রেতা প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম ওয়েবসাইটে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। তবে মার্কেটপ্লেসে কর্তৃপক্ষ বিক্রেতা বা মার্চেন্ট এর যােগাযােগের ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ইত্যাদি সংকির্ণ করবে এবং কোন অভিযোগ বা বিরোধ দেখা দিলে প্রয়োজনে তা সরবরাহ করতে হবে।
৩.৩ পণ্য ডেলিভারি
৩.৩.১ বিক্রয়ের জন্য প্রদর্শিত পণ্যের সম্পূর্ণ মূল্য পরিশােধের পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে পণ্য বা পণ্য সামগ্রী ভেলিভারিম্যান বা ডেলিভারি সংস্থার নিকট হস্তান্তর করতে হবে এবং ক্রেতাকে তা টেলিফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে জানাতে হবে। এক্ষেত্রে ডেলিভারি সংস্থা বা মার্কেটপ্লেস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে পারে।
৩.৩.২ পণ্যের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়ে থাকলে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ ০৫(পাঁচ) এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থিত হলে সর্বোচ্চ ১০(দশ) দিনের মধ্যে পণ্য ডেলিভারি প্রদান করতে হবে।
৩.৩.৩ নিত্য প্রয়ােজনীয় দ্রব্যের ক্ষেত্রে ডেলিভারির সময় আরও সংক্ষিপ্ত হবে এবং ক্রেতাকে তা ক্রয়াদেশ গ্রহণের সময় সুস্পষ্টভাবে অবহিত করতে হবে।
৩.৩.৪ কোন একটি ক্রয়াদেশ (purchase order)-এ একাধিক পণ্য থাকলে আলাদা আলাদা পণ্যের জন্য সাধারণত আলাদা আলাদা ডেলিভারি চার্জ আরােপ করা যাবে না। তবে মার্কেটপ্লেসে পণ্যে আলাদা আলাদা ডেলিভারি প্রদান করা হলে আলাদা আলাদা চার্জ গ্রহণ করা যাবে, এ ক্ষেত্রে ক্রেতাকে ক্রয়াদেশ নিশ্চিত করার সময় বা ইনভয়েস-এ পূর্বেই অবহিত করতে হবে।
৩.৩.৫ পণ্য বিক্রয় ও সরবরাহের ক্ষেত্রে মার্কেটপ্লেসে প্রদর্শিত পণ্যের মান ও সঠিক মার্কেটপ্লেসের স্বত্বাধিকারীকে নিশ্চিত করতে হবে। তবে বিক্রেতা বা মার্চেন্ট এর সাথে ভিন্নতর চুক্তি থাকলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া যাবে।
৩.৩.৬ সময়মত ডেলিভারি প্রদান এবং মালামালের সুরক্ষার জন্য বিক্রেতা প্রতিষ্ঠান ডেলিভারি প্রতিষ্ঠান বা ডেলিভারি পারসন এর সাথে প্রয়ােজনীয় চুক্তি সম্পাদন করবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ইনস্যুরেন্স ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে।
৩.৩.৭ পণ্য সরবরাহের সময় মুদ্রিত বিল প্রদান করতে হবে যাতে প্রদয় বা প্রদত্ত ভাট ও আয়কর (যদি থাকে) উল্লেখ থাকতে হবে।
৩.৩.৮ যেসব পণ্যের ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে, তার জন্য ওয়ারেন্টি বা গ্যারান্টি পিরিয়ড ও সেবা প্রাপ্তির স্থান ও যােগাযোগের বিস্তারিত ঠিকানাসহ অন্যান শর্ত সম্বলিত কার্ড বা ডিজিটাল কার্ড পণ্যের সাথে সরবরাহ করতে হবে।
৩.৩.৯ পচনশীল দ্রব্য দ্রুততম সময়ে ডেলিভারি দেয়ার ব্যবস্থা নিতে হবে এবং ডেলিভারির সময় যাতে পণ্যের কোন ক্ষতি না হয় সেজন্য মার্কেটপ্লেস কর্তৃপক্ষ যথােপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
৩.৪ অভিযোগ ও প্রতিকার
৩.৪.১ পণ্য ও সেবার বিষয়ে অভিযােগের জন্য মার্কেটপ্লেস কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অভিযােগ গ্রহণের জন্য প্রয়ােজনীয় অ্যাপ বা প্ল্যাটফর্মে ফোন নাম্বার, ইমেইল বা অনান যােগাযােগের মাধ্যম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রতিটি ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানে একজন কমপ্লায়েন্স অফিসার নিয়ােগ দিতে হবে যিনি ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ অনানা সংস্থার সাথে সময় সাধন করতে পারে।
৩.৪.২ কেনি পণ্যের বা সেবা প্রদান বিষয়ে ক্রেতার অভিযােগ রেকর্ডের যথাযথ ব্যবস্থা রাখতে হবে এবং যেকোন অভিযােগ প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে সমাধানের ব্যবস্থা করে তােকে ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে তা জানাতে হবে।
৩.৪.৩ পণ্যের বা সেবার বিষয়ে ক্রেতা বা অন্য কারও রের্টিং এবং মতামত জানানাের ব্যবস্থা ওয়েবসাইট, আপ কিংবা প্ল্যাটফর্মে রাখতে হবে যাতে ভবিষ্যতে ক্রেতারা পণের ব্যাপারে অন্য ক্রেতাদের মতামত বা রিভিউ দেখে ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারে। বিক্রেতা প্রতিষ্ঠান (মার্কেটপ্লেস বা মার্চেন্ট) বা এর কোন স্টাফ বা বিক্রেতা প্রতিষ্ঠান বা মার্চেন্ট এর সাথে সংশ্লিষ্ট কেউ রিভিউ বা রেটিং এ অংশগ্রহণ করতে পারবে না। এ রিভিউ মুছে ফেলা যাবে না।
৩.৪.৪ সম্পূর্ণ মূল্য পরিশোধের পর মানুষের নিয়ন্ত্ৰণ বহির্ভূত কোন কারণে (Force majeure) ক্রেতার চাহিদামতাে পণ্য সরবরাহ করা সম্ভব না হলে, অর্ডার দেবার ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতাকে তা ফোন, এসএমএস, ই-মেইল বা অনানা মাধ্যমে জানাতে হবে। এক্ষেত্রে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করতে হবে এবং অন্য কোন পণ্য ক্রয় করার ও প্রত্যক্ষ বা পরােক্ষভাবে বাধ্য করা যাবে না।
৩.৪.৫ এ নির্দেশিকার বিধান প্রতিপালনে ব্যর্থ হলে কর্তৃপক্ষ বিক্রেতা বা মার্কেটপ্লেস এর ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, ভ্যাট নিবন্ধন ইত্যাদি বাতিল করাসহ সংশ্লিষ্ট মার্কেটপ্লেস নিষিদ্ধ করণসহ অন্যান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে বা যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রতিকারের জন্য প্রেরন করতে পারবে।
৩.৪.৬ এ নির্দেশিকা প্রতিপালনে ব্যর্থ হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্রেতা বা কোন সরকারী বা বেসরকারী সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ অন্যান্য সংশ্লিষ্ট আদালতে আইনানুগ প্রতিকারের জন্য অভিযোগ দায়ের করতে পারবে।
৩.৪.৭ ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠুভাবে ডিজিটাল কমার্স পরিচালনা বিষয়ে সহযোগিতা প্রদান করবে।
৩.৫ অগ্রিম পরিশোধিত মূল্য সমন্বয়
৩.৫.১ ক্রেতা কোন মাধ্যমে (ডেবিট, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং, অন্যান) অগ্রিম মূল্য পরিশোধ করলে এবং বিক্রেতা কোন কারনে নির্ধারিত সময়ে সে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে মূল্য পরিশােধের সর্বোচ্চ ১০ দিন (সংশ্লিষ্ট অর্থ প্রদানকারী মাধ্যমের ব্যবহৃত সময় ব্যতীত) এর মধ্যে ক্রেতায় পরিশোধিত সম্পূর্ণ অর্থ যে মাধ্যমে তো অর্থ পরিশোধ করেছেন সেই একই মাধ্যমে (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, মােবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইত্যাদি) ফেরত প্রদান করতে হবে। এক্ষেত্রে কোন চার্জ থাকলে মার্কেটপ্লেস বা বিক্রেতাকে তা বহন করতে হবে। মূলা ফেরতের বিষয়ে ক্রেতাকে ইমেইল, এসএমএস, ফোন বা অনা মাধ্যমে অবহিত করতে হবে। তবে এ ক্ষেত্রে ক্রেতার পরিশােধিত মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান করা যাবে না। ক্রেতা যথাসময়ে পণ্য বা সেবা গ্রহণে ব্যর্থ হলে এ সময়সীমা শিথিল করা যাবে।
৩.৫.২ যে কোন ধরনের ঘােষিত ডিসকাউন্ট বিক্রয় কার্যক্রম এর সাথে সাথে কার্যকর করতে হবে। ক্যাশব্যাক অফার মূল্য পরিশােধের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে কার্যকর হতে হবে।
৩.৫.৩ ক্যাশব্যাক অফার বা মূল্য ছাড় অফারের ঘােষিত অর্থ সংশ্লিষ্ট পণ্য বা সেবা বিক্রয় সম্পন্ন হওয়ার পর কোন ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের ওয়ালেট জমা রাখা যাবে না।
৩.৫.৪ ডিজিটাল কমার্সে লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অনুমােদিত “এসক্রো সার্ভিস” গ্রহণ করা যেতে পারে।