ইভ্যালির চেক সংক্রান্ত বিষয়, মামলা করবেন নাকি অপেক্ষা করবেন?
Evaly Fan's Club
ইভ্যালির চেক সংক্রান্ত বিষয়, কি করণীয়! জামিন হওয়ার সম্ভাবনা কত দূর ?
আমরা সবাই জানি যে কিছু অভিযোগ এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়েছে। নিন্ম আদালতে যুক্তিযুক্ত কারণ থাকা সত্বেও কোন মামলায় জামিন হয় নাই, তবে একটি মামলা মাননীয়া হাইকোর্টে গিয়েছে। হাইকোর্টে শুনানি দিন ধার্য করলে জামিন চাওয়া হবে বলে ইভ্যালি আইনি দল জানিয়েছেন।
ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে চেক সংক্রান্ত অনেক নতুন মামলা হচ্ছে। তাই ইভ্যালির আইনী দলে সমন্বয়ক জনাব নিঝুম মজুমদার জানিয়েছেন, নতুন করে মামলা হলে ইভ্যালির সিইও রাসেলকে জামিনে আনা সময় লাগবে।
তাই নিঝুম মজুমদার বলেন, ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল আমাকে বলেছেন যে, মোহাম্মদ রাসেল জামিনে আসলে যাতে চেকের মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা চেক আছে অথবা চেক নাই, সবাইকে টাকা দেওয়া ব্যবস্থা করবেন। চেকের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন চেক দেওয়া হবে। তাই আপাতত ধৈর্য ধরার জন্য রিকুয়েষ্ট করেছেন। এক লাইভে ইভ্যালির আইনজীবী আহসান হাবীব কিভাবে ইভ্যালিকে সময় দেওয়া যায় সেই বিষয় বলেছেন।
ইভ্যালির চেকের মামলা করবেন নাকি অপেক্ষা করবেন? মামলা করলে লাভ হবে না ক্ষতি, কি করণীয়?? ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের জামিন হওয়ার সম্ভাবনা কত দূর? জামিন হলে আমাদের জন্য কি করবেন? এই সব প্রশ্ন নিয়েই ইভ্যালি ফ্যান্স ক্লাবের এডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ একটি ভিডিও প্রকাশ করেছেন।