Site iconSite icon Evaly Fan's Club

ইভ্যালিতে বিনিয়োগে যমুনা গ্রুপ সরে আসে নাই

ইভ্যালিতে বিনিয়োগে যমুনা গ্রুপ সরে আসে নাই বলে জানান যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। তিনি তার ফেসবুকে পোস্ট দিয়ে বলেন,

ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগের পূর্বে ইভ্যালির গ্রাহকদের ও পণ্য সরবরাহকারীদের পাওনা বা দায় দেনা নির্ধারণের লক্ষ্যে যমুনা গ্রুপের উদ্যোগে অডিট চলছে। যেহেতু এখনো অডিট কার্যক্রম শেষ হয় নি ও অডিটের চূড়ান্ত রিপোর্ট যমুনা গ্রুপের হাতে এখনো আসে নি তাই ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপ এখনো চূড়ান্ত কোন অফিশিয়াল স্টেটমেন্ট দিতে প্রস্তুত নয়। অডিট শেষ হলে যথাসময়ে যমুনা গ্রুপ তার বিনিয়োগের সিদ্ধান্ত ও বিস্তারিত কর্মপদ্ধতি মিডিয়ার সামনে প্রকাশ করবে।

5/5 - (2 votes)
Exit mobile version