Site iconSite icon Evaly Fan's Club

ইভ্যালির সম্পর্কে নেতিবাচক প্রচারণার প্রেক্ষিতেও বিনিয়োগকারীরা তুমুল আগ্রহী

ইভ্যালির সম্পর্কে নেতিবাচক প্রচারণার প্রেক্ষিতেও বিনিয়োগকারীরা তুমুল আগ্রহী

   ইভ্যালির ইন্টারনাল কিছু বিষয় সম্পর্কে আমি জ্ঞাত হয়েছি যেটা বলাটা জরুরী। এটা আনন্দের সংবাদ যে বেশ কিছু ইনভেস্টর খুবই স্ট্রংলি ইভ্যালিকে নক করেছে এখানে ইনভেস্ট করতে এবং ইভ্যালি সম্পর্কে নেতিবাচক প্রচারণা কিংবা নানাবিধ আলোচনার প্রেক্ষিতেই এই বিনিয়োগকারীরা তুমুল আগ্রহী। –আইনজীবী নিঝুম মজুমদার

এর বড় কারন হিসেবে তাঁরা জানিয়েছেন নেতি কংবা ইতি যেটাই হোক, ইভ্যালির বাজারে প্রচার রয়েছে এবং রয়েছে একটা বড় রকমের কাস্টমার। এরা সবচাইতে বড় ইস্যু ধরেছে এখন পর্যন্ত ইভ্যালির একটা বড় কাস্টমার অংশ প্রধান নির্বাহি রাসেলের ব্যাপারে অন্ধ এবং তাঁর মুক্তি চায়।
 
ইভ্যালি এই বিনিয়োগকারীদের সাথে ডিল থেকে শুরু করে আলোচনার শুরুটাও করতে পারছেন না কারন ইভ্যালির প্রধান এখন কারাগারে।
 
আমার কাছে বরাবরই মনে হয়েছে ইভ্যালি প্রধানের জামিনটা আসলেই খুব জরুরী। দেশের এত এত গোয়েন্দা সংস্থার হাত গলে নিশ্চই তিনি পালাবেন না এবং হারিয়েও যাবেন না। ইভ্যালিকে ৬ থেকে ৭ টা মাস একটা সময় দিতে সমস্যাটা ঠিক কোথায়?
 
যদি এই সময়ে তিনি কিছুই সমাধান না করতে পারেন তাহলে যে আইনী প্রক্রিয়া চলছে সেটি চলুক এবং আইন যা তাকে শাস্তি দেবে তাই হবে বা হতে পারে।
শুধু রাসেল নয়, রাসেলের স্ত্রী তাঁকে জামিন না দেয়াটা আমি অন্তত এক ধরনের অমানবিক স্ট্যান্ড বলে মনে করি। অনেকেই বলেন, তাঁদের বাচ্চার যে স্বাস্থ্যগত সমস্যা সেটিকে ব্যবহার করে এখন সামনে আনা হচ্ছে, এটা অন্যায় ধারনা।
 
রাসেলের ছেলেটির এই স্ট্রং অটিজম আজ থেকে নয়। তাঁরা এটি নিয়ে কাজ করছেন লম্বা সময় ধরে। বাচ্চাটির জন্য মা’কে শর্ত সাপেক্ষে জামিন দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? যদি প্রতি সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয় তাও দেবেন তাঁরা কিন্তু রাষ্ট্র, রাষ্ট্রের আদালত একটি শিশুর প্রতি এমন অমানবিক কেন হবে বা হতে পারে?
 
ইভ্যালির যে দায়, যে দেনা, যে সমস্যা সেটি সে মেটাবে বার বার বলছে। তারা সময়ও খুব বেশী চাইছে না। ৬ থেকে ৭ মাস। নিশ্চই তারা বিনিয়োগকারীদের কাছ থেকে এমন সিগনাল পেয়েই বার বার বলছেন এই কথা। যদি এই সমস্ত দায় সহ বিনিয়োগকারীরা ইভ্যালিতে অর্থ ঢালেন এবং এই সমস্যার সমাধান হয় তাহলে তাতে একদিকে রাষ্ট্রের লাভ অন্য দিকে সরকারও নানাবিধ সমালোচনা থেকে মুক্তি পাবে।
 
তাহলে সামান্য কিছু সমইয়ের জন্য একটা সুযোগ ইভ্যালিকে দিতে সমস্যাটা কোথায়? বাঁধাটা ঠিক কোথায়? এটি বুঝতেই আমার প্রচন্ড সমস্যা হচ্ছে।
4.7/5 - (4 votes)
Exit mobile version