ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের জামিন দিয়েছে হাইকোর্ট। জামিনের বিষয় নিশ্চিত করেন ইভ্যালির আন্দোলন সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন ও ইভ্যালির আইনি দল। @EvalyFansClub
এর আগে এ মামলায় মোহাম্মদ রাসেলের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। পরে এ বিষয়ে আদেশের জন্য গত ১৫ মে দিন ধার্য করা থাকলেও ঐদিন জামিন বিষয়ে আদেশ পর পর দুই ধাপে পিছিয়েছেন হাইকোর্ট। এসময়ের মধ্যে নিম্ন আদালতে বাদীর সঙ্গে আসামির সমঝোতার একটি কপি সাপ্লিমেন্টারি দিয়ে আসতে বলেছেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (০৬ জুন) জামিন বিষয়েআদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালিতে অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও পরবর্তী সাত মাসেও তিনি পণ্য হাতে পাননি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ওই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গ্রাহকের করা প্রতারণার ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ বেশ কিছু মামলায় জামিনে আছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। ৬ এপ্রিল ২০২২ কারাগার থেকে ছাড়া পেয়েছেন শামীমা নাসরিন। গ্রাহকের কাছ থেকে অর্থ-আত্মসাতের অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়।