Site iconSite icon Evaly Fan's Club

ব্রেকিং নিউজঃ ইভ্যালির মূল সার্ভার সচল হবে

ইভ্যালির মূল সার্ভার সচল হবে, পুরোনো সব তথ্য পাওয়া যাবে

অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) এর ইভ্যালির মূল সার্ভার পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে জানা গেছে। আজ (১১ নম্ভেবর) ইভ্যালির এক ঊর্ধ্বতন কর্মকর্তার জানিয়েছেন, মূল সার্ভার ফিরে পাওয়ার জন্য আমাজনের সাথে শর্তসাপেক্ষে কথা হয়েছে। মূল সার্ভার সচল হলে ইভ্যালির গ্রাহকদের পুরাতন অর্ডার ও সকল তথ্য পাওয়া যাবে।  

গত বছর ১৬ অক্টোবর, ২০২১ ইভ্যালির সার্ভার বন্ধ হয়ে যায়। তখন ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘এই পরিস্থিতিতে আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে আমাদের এই যাত্রায় আমরা আপনাদের পাশে পেয়েছি সবসময়। আপনাদের এই ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও আমরা এভাবে আপনাদের পাশে চাই।’ 

৬ অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, ইভ্যালির সার্ভার অচিরেই চালু করা হবে। আমরা এই বিষয়ে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করে এটি উদ্ধারের চেষ্টা চলছে। তখন তিনি এমডি রাসেলের শর্তসাপেক্ষে মুক্তি চেয়ে বলেন,  যদি আমাদের সাবেক এমডি রাসেল বাইরে থাকতেন তাহলে বিষয়টি সহজ হতো।

ইভ্যালির কর্মকর্তার জানান, অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) এর সাথে যোগাযোগ করে আমারা ইভ্যালির পুরাতোন সার্ভার চালু করতে সক্ষম হব বলে আসা করছি। তবে আমাদের কোম্পানি সম্পূর্ণরূপে সচল করা ও বিনিয়োগ নিয়ে আসার জন্য আমাদের সিইও জনাব রাসেলের মুক্তি দ্রুত প্রয়োজন। আমরা যে কোন শর্ত সাপেক্ষে তার মুক্তি চাই। তিনি আরো বলেন, ইভ্যালির গ্রাহকরা তাদের পুরাতন অর্ডারের সকল তথ্য দেখতে পাবেন এবং  আগের অর্ডার করা পণ্য ও রিফান্ডের অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা করা হবে।

অনেক দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর ইভ্যালি ‘ধন্যবাদ উৎসব’ নামে অফার চালু করার মধ্যমে পুনরায় ইভ্যালি সচল হয়। তবে টেকনিক্যাল কারণ ও মূল ডোমেইন বিটিসিএল থেকে হস্তান্তর প্রক্রিয়াধীন থাকা ওয়েবসাইট চালু করতে পারে নাই। তাৎক্ষণিকভাবে ইভ্যালি e-valy.com নামে ওয়েবসাইট চালু করেন। গত বৃহস্পতিবার (০৪ নম্ভেবর) বিটিসিএল থেকে ওয়েবসাইটি ইভ্যালির কাছে হস্তান্তর সম্পূর্ণ করা হয়।

Rate this post
Exit mobile version