Site iconSite icon Evaly Fan's Club

“ধন্যবাদ উৎসব” দিয়ে আবার শুরু ইভ্যালি

"ধন্যবাদ উৎসব" দিয়ে আবার শুরু ইভ্যালি

গত এক বছর বন্ধ থাকার পর ই-কমার্সা কোম্পানি ইভ্যালি “ধন্যবাদ উৎসব” নামে নতুন ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। আজ (১১ অক্টোবর) রাত ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেইজে ইভ্যালির সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে  “ধন্যবাদ উৎসব” ক্যাম্পেিনের ঘোষণা দেন। ক্যাম্পেিনটি আগামী ২৮ অক্টোবর রাত ১০ টায় শুরু হবে।

ইভ্যালি ভেরিফাইড ফেসবুক পেইজে পোষ্ট করেন- “ধন্যবাদ আপনাদের, আমাদের সাথে থাকার জন্য। আপনাদের পূর্বের অর্ডার ডেলিভারি করতে এবং নতুন কিছু চমকপ্রদ সার্ভিস দিতে ইভ্যালির এই যাত্রা। অভিযোগ বিহীন ইকমার্স তৈরির আদর্শ উদাহরণ তৈরি করব আমরা আপনাদের সাথে নিয়েই। আপনাদের সকল ধরনের অপেক্ষা সমাপ্তি এর লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে “ধন্যবাদ উৎসব”। ধন্যবাদ বাংলাদেশ!”

তার আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান আগের মতো অফারে ব্যবসা করবে না ইভ্যালি। তিনি বলেন আগের মতো অফার নয়, আকর্ষণীয় দামে এবং প্রতিটি পণ্যে মুনাফা করেই বিক্রি করবে ইভ্যালি। আগামী এক বছর নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করতে পারলে প্রথম বিনিয়োগ থেকেই গ্রাহকদের সব দেনা পরিশোধ করা সম্ভব। আরো উল্লেখ করেন, ইভ্যালি এইবার প্রথম দিন থেকেও লাভে পণ্য বিক্রয় করবেন।  

জানা যায় ইভ্যালি মূল সার্ভার চালু করার আগ পর্যন্ত নতুন সার্ভারে ‘পিক এন্ড পে’ ও ‘সিওডি’ মধ্যমে ব্যবসা কার্যক্রম চালু থাকবে। মূল বা পুরানো সার্ভার বিষয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন জানান অচিরেই সার্ভার জটিলতা কাটবে

শামীমা নাসরিন বলেন, আগের অর্ডার করা পণ্য ও রিফান্ডের অর্থ ফেরত দেব। এজন্য আমাদের প্রথমে সার্ভার খোলা জরুরি। সার্ভারের আইডি ও কোড একটি জটিল নম্বর। এটি মনে রাখা বা মুখস্ত করে রাখার বিষয় নয়। এ আইডিটি হারিয়ে যাওয়ায় এখন জটিল হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা এ বিষয়ে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করছি। যদি আমাদের সাবেক এমডি রাসেল বাইরে থাকতেন তাহলে বিষয়টি সহজ হতো। কিন্তু বর্তমানে তিনি কারাগারে থাকায় পুরো প্রক্রিয়াটি জটিল রূপ ধারণ করেছে। তবে আশা করা হচ্ছে অচিরেই এটি সমাধান হবে।

Rate this post
Exit mobile version