আমি একটু আমার জার্নিটা শেয়ার করি, আমি ইভ্যালি তে জয়েন করি ২০১৯ এর রোজার ঈদের ঠিক ৪ দিন আগে, তখন ইভ্যালির পরিবেশ একদম সুন্দর কোন হৈ চৈ ছিল না। ঈদ উপলক্ষে ইভ্যালিতে অফার চলছিল দুই হাজার মানুষ সাইটে গেলে ইভ্যালি ডাউন এমন একটা অবস্থা । ঈদের আগের রাতে বসলাম সব কোড পড়লাম কোনভাবে স্কেল করে রান করে সার্ভাইভ করার চেষ্টা করলাম, ঈদের পরে এসে ডাটা গুলো রেখে পুরো কোড ফেলে দিয়ে অফিসে টানা ৬ দিন অবস্থান করে নতুন একটা ইভ্যালি বানিয়ে বাসায় এসে ঘুম দিলাম। তখন আমার টিম মেম্বার ৪ জন. আচ্ছা আপনারা বলেন আমাকে, ৬ দিনে ৪ জন মেম্বার নিয়ে একটা (মাইক্রোসার্ভিস) সিস্টেম বানানো সম্ভব কিন্তু সহজ/ বিশ্বাসযোগ্য ছিলো? অহংকার মনে না করে একটু এপ্রিসিয়েশনের সহিত চিন্তা করে বলেন, আচ্ছা বাদ দেন ৬ দিন ৫ রাত না ঘুমিয়ে থাকা সম্ভব তাও সম্ভব কিন্তু এই টিমের সবগুলো মানুষের জন্যে সহজ ছিলো !!?
আচ্ছা বিক্রয় ডট কমের মতো একটা এপ্লিকেশন (যেটা eBazar) ৩ দিনে ব্যাকএন্ড বানাইছি, ৭ দিনে ওয়েব এবং মোবাইল এপ সহ প্রোডাকশন এ রিলিজ করেছি।
তারপর আসেন বহুল পরিচিত eFood, ধারনা করেন তো কতদিন লেগেছে আমার বিশ্বাস হবে বললে? তিন সপ্তাহ!
এই প্রতিটা প্ল্যাটফর্ম জাস্ট একটা দুইটা এপ্লিকেশন না প্রত্যেকটার জন্যেই অনেক গুলো মডিউল, সার্ভিস এবং ইন্টারফেস লিখতে হয়েছে। লাস্ট ২ মাস আমার ইঞ্জিনিয়ারিং টিমে মেম্বার ২০ জন এর বেশী হয়েছে এর আগে মাত্র ৭ জন নিয়ে আমি কাজ করেছি, আমার বা আমার টিমের জন্যে কিভাবে সম্ভব ছিলো?
হ্যাঁ, আমি রকেট সাইন্স বানাই নাই, এমনকি যা বানাইছি সেটা ই ভুলে ভরা আমি স্বীকার করি কিন্তু আপনাকে মানতে হবে আমার এই টিম কে নিয়ে আমার জন্যে এটা অনেক বড় এচিভমেন্ট! এখনকি আপনারা আমার টিম কে সন্দেহ করবেন? আমাদের মেডিকেল টেস্ট করাবেন? শুধু আমার টিম না ইভ্যালির প্রত্যেকটা ডিপার্টমেন্ট এ বেশীরভাগ মানুষ এমন পরিশ্রম করে যাচ্ছে, আমাদের অফিস টাইম ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এইখানের বেশীরভাগ মানুষ রাত ৩ টার পরে ঘুমায়।