নিজেদের মত করে বিভিন্ন বাইকের দাম নির্ধারণ করে মূল্য তালিকা করেছে অপরাধী চক্র।
জানা গেছে, তারা ই–কমার্স সাইট ইভ্যালির নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মুঠোফোন কিংবা অনলাইনে নানান ধরনের পণ্য অর্ডার সরবরাহ করে। এর আড়ালে তারা অল্প দিনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিদিন বিভিন্নজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিল।
এ বিষয়ে ইভ্যালির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার রাহাত ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কুরিয়ার প্রতিষ্ঠানগুলো ছাড়া আমাদের কোনো শাখা নেই। এছাড়া, আমরা কখনো নগদ লেনদেন করি না। আমাদের পুরো লেনদেনই হয় ডিজিটাল মাধ্যমে এবং ধৃত ব্যক্তিরাও আমাদের প্রতিষ্ঠানের বর্তমান বা সাবেক কর্মী নন।