Site iconSite icon Evaly Fan's Club

বেকমার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা

বেকমার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা

বেকমার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা

বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট এসোসিয়েশন (বেকমা) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৩ মে রাতে ধানমন্ডিতে এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে “মার্চেন্ট মিট ২০২২” অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। মোঃ নাসির উদ্দিনকে সভাপতি ও মোঃ ফয়সাল ইসলামকে সহ-সভাপতি করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয় যেই কমিটি আগামী ২০২২/২৩ বছরে ই-কমার্সে মার্চেন্টদের কল্যানে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।

বেকমার সহ সভাপতি মোঃ ফয়সাল ইসলাম বলেন, বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট এসোসিয়েশন এর “মার্চেন্ট মিট ২০২২” সুস্থ ও সুন্দরভাবে আয়োজন করতে পেরে আমি আনন্দিত এবং গর্ববোধ করছি। আমাদের “মার্চেন্ট মিট ২০২২” এর এবারের প্রতিপাধ্য বিষয় ছিলো “সেলার ইউনিটি স্টং কমিউনিটি”। আমি মনে করি মার্চেন্টরা ঐক্যবদ্ধ থাকলে তারা ব্যবসা করতে কোন প্রতারণার শিকার হবে না। বর্তমান ই-কমার্স সেক্টরের সমস্যা সমাধান করে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে জনাব সফিকুজ্জামান স্যার আন্তরিক এবং নিরলস ভাবে চেষ্টা করছেন, বেকমাও ই-কমার্স সেক্টরের অস্থিরতা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বাংলাদেশের ই-কমার্স সেক্টরের প্রসার এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত বিশ্বের সমপর্যায়ের করতে বেকমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেকমা তার সদস্যদের পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়িক ভাবে দক্ষ করে তুলবে।

Rate this post
Exit mobile version