ইভ্যালি'কে ব্যবসায় ফিরে আসতে সহযোগিতা করবে বাণিজ্য মন্ত্রণালয়
আজ রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজিটাল ই-কমার্স সেলের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান তার ইউটিউবে প্রকাশিত ‘ই-কমার্স আপডেট’ ভিডিও বার্তায় বলেন, ইভ্যালি যদি ব্যবসা করতে চায় তাদের ব্যবসায় ফিরে আসার সকল ধরনের সহযোগিতা করবে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় ও ডিজিটাল ই-কমার্স সেল।
এ.এইচ.এম. সফিকুজ্জামান ইভ্যালির বিষয় বলেন, আপনারা জানেন ইভ্যালির জন্য মহামান্য হাইকোর্ট একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আমি আগেও বলেছি এটি যেহেতু মহামান্য হাইকোর্ট দেখছেন তাই ইভ্যালির পরবর্তিতে কী হবে তার পদক্ষেপ হাইকোর্টে পরিচালনা পর্ষদ নিবেন।
আপনারা জানেন যে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন সদ্য জামিনপ্রাপ্ত হয়েছেন। তিনি টেলিগ্রাম গ্রুপে ইভ্যালির মার্চেন্ট ও গ্রাহকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। গত কাল তিনি আমার সাথে দেখা করতে আসেন এবং আমি তাদের সমস্যার কথা শুনেছি। ইভ্যালির বক্তব্য তাদের মহামান্য হাইকোর্ট থেকে একটি আদেশ হয়েছে যে, তাদের শেয়ার হস্তান্তরের বিষয়। ইভ্যালি জয়েন্ট স্টক কোম্পানি কাছে আবেদন করেছে। তবে শেয়ার হস্তান্তর হাইকোর্টে নির্দেশনা ও আইনগত ভাবে হবে
তিনি আর বলেন, ইভ্যালির সিইও রাসেলের জামিন আইনগত বিষয় এবং তা কোর্ট সিদ্ধান্ত নিবে। যেহেতু ইভ্যালি বাংলাদেশের বৃহৎ বা জায়ান্ট ই-কমার্স প্রতিষ্ঠান এবং তাদের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি, সে ক্ষেত্রে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় ও ডিজিটাল ই-কমার্স সেলের ইভ্যালি আবার ব্যবসায় ফিরে আসার জন্য সব ধরনের সহযোগিতা করবে। ইভ্যালিকে ভিন্ন ভাবে দেখার সুযোগ নেই, অন্যান্য ই-কমার্স বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে সুযোগ সুবিধা পেয়েছে একই ধরনের সুযোগ-সুবিধা পাবে ইভ্যালিও।
তাছাড়াও তার বক্তব্যে কিউকম নিয়েও কথা বলেন। বিভিন্ন ই-কমার্সের গ্রাহকদের মন্তব্য কিছুটা বিরক্ত হয়ে ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন।
ইতিপূর্বে ইভ্যালিকে ছয় মাস সময় দিতে বিশ হাজার মার্চেন্ট ও গ্রাহকদের গণ স্বাক্ষর হস্তান্তর করেন ইভ্যালির মার্চেন্ট এন্ড কনজুমার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয়ক জনাব মোঃ নাসির উদ্দিন।
আরও পড়ুন…
- শুভেচ্ছা বক্তব্যে ইভ্যালির শামীমা নাসরিন বলেন ‘আমরা হেরে যাই নাই’
- জামিনে মুক্তি পেয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন
- সোশ্যাল মিডিয়া জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ইভ্যালির রাসেল
- ইভ্যালির রাসেলকে নিজেদের জিম্মায় মুক্তি চান মার্চেন্ট-গ্রাহকরা
- সিইওদের দ্রুত আইনি প্রক্রিয়া বের করে আনাটাই এখন জরুরী – শফিকুজ্জামা