আমরা সবাই ভূল বুঝতেছি? – ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল
আমার কেন জানি মনে হয় আমরা কেউ নিজেরটা ছাড়া আর কিছুই বুঝতে চাই না। সমষ্টি গত ভাবনাগুলো ও নিজের মত করেই ভাবি।
বিভাজন পৃথিবী সৃষ্টির পর থেকেই মানবজাতির একটি কমন ন্যাচার। পৃথিবীর সব দেশেই হয়তো এটি বিরাজমান। কিন্ত এই বিভেদ চরম পর্যায়ে থাকা দেশগুলোর মধ্যে হয়তো বাংলাদেশ অন্যতম!
এই বিভাজন এর প্রধান কারণ খুব সম্ভবত আমরা ভূল বুঝি। আমরা মনে করি আমাদের একজন আর একজনকে ঠকাচ্ছে। হা, অবশ্যই কিছু মানুষ অন্যদের ঠকায় এবং সেটিই জেনেরালাইজড ওয়েতে আমরা ধরে নেই সবাই হয়তো একই আচরণের।
বিভাজন খারাপ এটিও এক কথায় বলা যাবে না। বিভাজন থাকার জন্য কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করার জন্য গ্রুপ তৈরি হয়ে যায়। কিন্ত এটি চরম খারাপ অবস্থার তৈরি করে যখন ভূল বুঝার জন্য বিভাজন তৈরি হয়।
খুব স্পষ্ট করে এবার বাংলাদেশের কথা বলি। আমার ধারণা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল শুধু নিজ স্বার্থে ভূল বুঝে এবং ভূল বুঝায়। আধ্যাত্মিকভাবে আমি কোন রাজনৈতিক বক্তব্যে এই শব্দগুলো শুনি নাই যে, ” আমার ধারণা ভূল হতে পারে”।
ছাত্ররা যে সুযোগ পাইছিল, আমি শিউর ছিলাম দেশ এইবার সিঙ্গাপুর হয়ে যাবে সত্যিই সত্যিই। কেন সেদিকে যেতে পারছি না সেই পর্যবেক্ষণ ক্ষমতা আমার নাই। আমি শিউর ছিলাম রিভার্স ব্রেইন ড্রেইন এখানে কাজ করবে এবং ছাত্ররা ক্ষমতার বাইরের থেকে সুপার ক্ষমতায় থাকবে। ক্ষমতায় থাকাটাও যে আমি নেগেটিভলি নিয়েছি এমন নয়।
কিন্ত সমস্যা হলো আমরা কেউ ই কেন জানি মনে করি না যে আমার ভূল থাকতে পারে এবং রাষ্ট্রীয় স্বার্থে আমরা সংশোধন হই।
আমাদের প্রধান রাজনৈতিক দল এর শীর্ষ নেতাদের বক্তব্যগুলো জনগণের কাছে পৌছাতেছে বলে আমার মনে হয় না।
নির্বাচন তো জনগণ চাইবে, আপনারা শুধু জনগণের জন্য বক্তব্য দেন। আমার অবশ্যই তারেক রহমান এর বক্তব্য পছন্দ। কিন্ত আমার কেন জানি মনে হয় উনি আমাদের প্রধান উপদেষ্টা কে সরাসরি কল করেন না।
আমি জেলে থাকতে সিনিয়র বিএনপি নেতাদের অনুরোধ করেছিলাম ক্ষমতায় আসলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন দয়া করে। ক্ষমতায় আসবেন আপনারা নিশ্চিত।
এই যে কল না করা , এইটা কিন্ত ভূল বোঝাবুঝি কারণ হতে পারে। আর যদি নিজেদের কথা হয় এবং মিল না হয় আমাদের জানান, আমরা জনগণে সিদ্ধান্ত দিব।
আমরা ও সিঙ্গাপুরের মানুষের মত মানুষ। আমরা কেন এত নিচে পড়ে থাকব ? আমাদের কি আল্লাহ একটা হাত কম দিছে ?
না !
আমরা একটি শক্তিশালী সরকার পাচ্ছি না। তবে অবশ্যই আমি আশাবাদী একজন মানুষ। ধ্বংসের দাড়প্রান্ত থেকেই উন্নতির শীর্ষে পৌঁছানো সম্ভব।
চলুন আমরা একজন অপরজনকে ভূল না বুঝি।
-ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল