Friday, November 22, 2024
EvalyNews

ব্রেকিং নিউজঃ জামিনে কারামুক্তি পেয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল

জামিনে মুক্তি পেয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল

জামিনে কারামুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। জামিনের  বিষয় নিশ্চিত করেন ইভ্যালির আন্দোলন সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন ও ইভ্যালির আইনি দল। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন মোহাম্মদ রাসেল।  @EvalyFansClub

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের মুক্তিতে তাকে জেল গেটে ফুলেল শুভেচ্ছা জানান তার পরিবার, ইভ্যালি ফ্যানস ক্লাব ও ইভ্যালির মার্চেন্ট-ভোক্তারা এবং  কর্মকর্তারা।

জামিনে মুক্তি লাভের পর মার্চেন্ট ভোক্ত সাথে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল

তার আগে বেশ কিছু মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের জামিন বহাল ছিল। গতকাল ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেলের নামে বাকি সব মামলার জামিন হয়। গ্রাহকের কাছ থেকে অর্থ-আত্মসাতের অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর ২০২১ রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে বিভিন্ন সময় মোহাম্মদ রাসেলের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবি মোঃ আহসান হাবিব। এসব মামলায় আইনজীবি বিভিন্ন সময় জামিন আবেদন করলে আদালত শুনানি নিয়ে তাকে জামিন মঞ্জুর করেন। এই মুহূর্তে আর কোন মামলা মোহাম্মদ রাসেলের গ্রেফতারি পরোয়ানা নাই বলে জানান আইনজীবি মোঃ আহসান হাবিব।

আন্দোলন সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন বলেন, তার জামিনের মাধ্যমে  বাংলাদেশ ই-কমার্স ইন্ডাস্ট্রির বিজয় হয়েছে। তার আগে ৬ এপ্রির ২০২২, জামিনে মুক্তি পায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন।  তাদের হাত ধরে বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি পথচলা আরও একধাপ এগিয়ে যাবে।

জামিনে মুক্তি লাভের পর পরিবারের সদস্যদের সাথে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল

আন্দোলন আরেক অন্যতম নেতা ফয়সাল ইসলাম জানান, গত দুই বছর শতের বেশি মামলা জামিন নিয়ে আজ জনাব রাসেল জামিনে মুক্তি পায়। বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায়, তার জামিন পেতে এত  সময় লেগেছে।

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের জামিন প্রসঙ্গে ইভ্যালি ফ্যানস ক্লাবের এডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ বলেন, ইভ্যালির গ্রাহক-মার্চেন্ট দীর্ঘ দুই বছর অপেক্ষা করছেন সিইও জামিনের জন্য। গত বছর চেয়ারম্যানের জামিনে কিছুটা স্বস্তি পেলেও গ্রাহক-মার্চেন্ট অপেক্ষা করেছেন জনাব রাসেলের মুক্তির জন্য। এখন গ্রাহক-মার্চেন্টের দাবী, মোহাম্মদ রাসেলকেও দ্রুত ইভ্যালির ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়া হোক। তাতে লক্ষ লক্ষ গ্রাহক ও হাজার হাজার সেলারের জীবন রক্ষা হবে।

তিনি ইভ্যালির গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, এখন আমাদের জন্য ধৈর্যের পরীক্ষা। আমরা সবাই একসাথে ইভ্যালিকে সহযোগিতা করলে, ইভ্যালি আবারও আগের মত ঘুরে দাঁড়াবে। আমাদের মনে রাখতে হবে, ইভ্যালির দেনা জনাব রাসেল দম্পতি ছাড়া অন্য কেও পরিশোধ করবে না  কিংবা করতে পারবেও না। তার জন্য ইভ্যালিকে সঠিক ও সুষ্ঠু ভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে।

আদ/ইফক…

 

5/5 - (1 vote)