তিনি ইভ্যালির গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, মাঝে মাঝে ইভ্যালির কিছু গ্রাহক খুবই হতাশ হয়ে যাচ্ছেন। আপনাদের হতাশ হবার কোন কারণ নাই। আমাদের সময় কিছুটা খারাপ যাচ্ছে। ইতি মধ্যে কিছু ভাল খবর পেয়েছেন, আরো পাবেন। রাত শেষে যেমন সকাল হয়, আমাদেরও সকাল হবে, ইনশাআল্লাহ্। এখন আমাদের জন্য ধৈর্যের পরীক্ষা। আমরা সবাই একসাথে ইভ্যালিকে সহযোগিতা করলে, ইভ্যালি আবারও আগের মত ঘুরে দাঁড়াবে। আমাদের মনে রাখতে হবে, ইভ্যালির দেনা জনাব রাসেল দম্পতি ছাড়া অন্য কেও পরিশোধ করবে না কিংবা করতে পারবেও না। যত দ্রুত সম্ভব ইভ্যালির সিইও মোঃ রাসেলকে মুক্তি দেওয়া প্রয়োজন।