এই বিষয়ে ইভ্যালি ফ্যানস ক্লাবের এডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ বলেন, আজকে ৩ টি মামলা জামিন হয়েছে তা নিশ্চিত। তিনি গ্রাহক ও মার্চেন্টের উদ্দেশ্য বলেন, যেহেতু মোট ৪ টা মামলা জামিন হয়েছে বাকিগুলো দ্রুত জামিন হবে, তাই গ্রাহক ও মার্চেন্ট সবাইকে ধৈর্য ধরতে হবে। নতুন করে কেউ আইনি পদক্ষেপ না নেওয়াটাই সবার জন্য মঙ্গল। জনাব রাসেল জামিনে মুক্তি পেয়ে আসলে সবার টাকা পাওয়ার সম্ভাবনা আছে। যাদের চেক আছে কিংবা চেকের মেয়াদ শেষ সবাইকে নতুন চেক কিংবা মেয়েদ বাড়িয়ে দিবেন সিইও রাসেল, এমটা জানিয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার।
মোট চার মামলা জামিনের বিষয় ইভ্যালির আইনি দলের সমন্বয়ক ব্যারিস্টার নিঝুম মজুমদারও নিশ্চিত করেন। আরো বলেন, খুব দ্রুত ইভ্যালির সিইও জামিনে মক্তি পেয়ে বাহিরে আসবেন।