চিঠিতে আরো উল্লেখ করা হয়, ইভ্যালির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মার্চেন্টের ব্যবসা বন্ধ, ব্যাংক ঋণ এবং সাপ্লাইয়ের ক্রেডিটের জন্য অমানবিক জীবন যাপন করছে। ভোক্তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই উক্ত কমিটির কাঙ্ক্ষিত কাজে সহায়ক হতে পরিচালনা কমিটিতে মার্চেন্ট এবং ভোক্তাদের কমপক্ষে এক জন প্রতিনিধি থাকা প্রয়োজন। ইভ্যালির অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বিক্রয় বা অন্যত্র হস্তান্তর থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছ।