Tuesday, December 3, 2024
EvalyInformationNews

ইভ্যালির নতুন সার্ভিস ‘পিক এন্ড পে’

ইভ্যালির নতুন সার্ভিস 'পিক এন্ড পে'

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও সরব হচ্ছে ইভ্যালি। গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এরইমধ্যে তাদের ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়েছে ‘দেখে শুনে, সেরা দামে, বুঝে নিন’। অর্থাৎ ‘পিক এন্ড পে’ সার্ভির্সের মাধ্যমে পন্য অর্ডার করতে পারবেন।

যেহেতু ইভ্যালি সম্পূর্ণ ভাবে চালু হতে পারে নাই, তাই ক্যাশ অন ডেলিভারি, পিক এন্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারি তে চালু করেছে। যার সব গুলাই পন্য বুঝে পেয়ে পন্যের মূল্য পরিশোধ করতে হবে। অনেক দিন পর চালু হওয়া ইভ্যালি তার গ্রাহকদের আস্তা ফিরাতেই মূলত এই সার্ভিস চালু করেছে, যাতে অগ্রিম মূল্য পরিশোধ করে কেও যেন আতঙ্কে না থাকা লাগে।

‘পিক এন্ড পে’ সার্ভির্স কি?

    ইভ্যালি গ্রাহকদের নিরাপদ এবং আকর্ষণীয় কেনাকাটার অংশ হিসেবে নতুন সার্ভিস হিসেবে যুক্ত হয়েছে পিক এন্ড পে। একজন গ্রাহক ইভ্যালির পিক এন্ড পে সার্ভিসের মাধ্যমে আকর্ষণীয় মূল্যে ইভ্যালির ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করে সরাসরি ব্র্যান্ড শপ অথবা দোকান থেকে পণ্য সংগ্রহ করে সেলারকেই পেমেন্ট করে দিবে। এতে করে সেলার এবং কাস্টমারদের মধ্যে বিশ্বাস স্থাপন এর পাশাপাশি সেলারদের ব্যাপক পরিচিতি এবং বিক্রি বাড়বে। এবং গ্রাহকও সম্পূর্ণ নিরাপদ কেনাকাটা করতে পারবে। পিক এন্ড পে সার্ভিসে সেলারদের পণ্যের স্টক শোরুমে অথবা সেলারের ওয়্যারহাউসে পৃথকভাবে সংরক্ষন করবে।

evaly pnp

‘পিক এন্ড পে’ সার্ভিসের শর্ত বা মডেল উল্লেখ করেছে ইভ্যালিঃ

  • কাস্টমারগণ ইভ্যালির ওয়েবসাইটে পিক এন্ড পে সার্ভিস থেকে পণ্য অর্ডার করবে।
  • অর্ডারকৃত পণ্য সেলারের ব্র্যান্ড শপ অথবা দোকানের ঠিকানা অনুযায়ী স্থান থেকে পণ্য সংগ্রহ করতে হবে।
  • অর্ডার কনফার্ম হওয়ার ৭ দিনের মধ্যে গ্রাহককে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে।
  • শপে সরাসরি পণ্য দেখে পণ্যের গুণগত মান পছন্দ না হলে, গ্রাহক সেই অর্ডার বাতিল করতে পারবেন।
  • পণ্য হাতে পাওয়ার পর গ্রাহকের অর্ডার প্যানেল থেকে ‘রিসিভ’ বাটন প্রেস করতে হবে।
  • পণ্য সংগ্রহের পর মূল্য পরিশোধ করে অর্ডার প্যানেল থেকে ডেলিভারড মার্ক করতে হবে।
  • অর্ডার প্যানেল থেকে রিসিভ বাটন প্রেস করার পর ২৪ ঘণ্টার মধ্যে অটোমেটেড ডেলিভারড দেখাবে।
  • সেলার অর্ডার কনফার্ম করার পর গ্রাহক অর্ডার বাতিল করতে পারবে না

ইভ্যালি ব্যবসায় ফিরে আশায় গ্রাহকরা শুভ কামনা জানাচ্ছে। ধারনা করা হচ্ছে আগামী অক্টোবরের ১৫ তারিখ থেকে ইভ্যালির সাইট অর্ডার করার জন্য চালু হবে।

তার আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে (Evaly.com.bd) একটি বিজ্ঞাপন দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘ওয়ানপ্লাস ১০টি ৫জি’ মোবাইল, শিগগিরই আসছে ছবিতে একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া এ ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারিতে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’।

Rate this post