ইভ্যালি গিফট কার্ড কি? কে কাকে গিফট করবে? সুবিধা/অসুবিধা!!!
ইভ্যালি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান। যারা মাত্র দুই বছরের মধ্যে অনলাইন প্লাটফর্মে বেচা-কেনার ঝড় তুলেছে। ইতিমধ্যে দ্রুত বর্ধনশীল কোম্পানি হিসেবে এশিয়ান ওয়ানের এওয়ার্ড জয় করেছে।
ইভ্যালি দ্রুত বর্ধনের প্রধান কারণ বিভিন্ন সময়ে দেয়া তাদের বিভিন্ন অফারের জন্য। তাদের অফার গুলো মূলত ক্যাশব্যাক, সাইক্লোন, ডিসকাউন্ট, ঠান্ডারস্টর্ম, গিফট কার্ড ইত্যাদি নামে পরিচিত । প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত ক্রেতাদের কথা মাথায় রেখে প্রায়শই বিভিন্ন অফার দিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি বড় অফার হচ্ছে ‘গিফট কার্ড’!
- গিফট কার্ড কি?
গিফট কার্ড অর্থাৎ অন্যকে ‘গিফট’ করা। দারাজ বা অন্য সাইট গুলোতে ভাউচার নামে পরিচিত। ইভ্যালি তাদের অফারের নাম গুলো অন্যদের তুলনায় কিছুটা ব্যতিক্রম রেখেছে। এটি একটি ভার্চুয়াল কার্ড।এই কার্ডটির ভ্যালু ক্রয়কৃত মূল্য থেকে বেশি হয়ে থাকে এবং একটি নির্দিষ্ট সময়ের পর থেকে কেনাকাটার জন্য এই কার্ডটি ব্যবহার করা যায়।
- কখন গিফট কার্ড কিনবেন?
ইভ্যালি গিফট কার্ড সব সময় থাকে না। বিভিন্ন অকেশন বা একটি নির্দিষ্ট সময়ে এটার অফার দেওয়া হয়। গিফট কার্ড এর ভ্যালু ক্রয়কৃত মূল্য থেকে ৩০–৫০% বেশি থাকে। ডিসকাউন্ট পরিমাণটি সবসময় এক থাকেনা, বিভিন্ন সময় বিভিন্ন রকম। যখন ডিসকাউন্ট থাকবে তখনই কেনার উপযুক্ত সময়।
বিভিন্ন গিফট কার্ড এ বিভিন্ন রকম নিয়ম থাকে, যেমন কিছু কিছু সময় একটি মাত্র অর্ডারে গিফট কার্ড অর্ডার করা যায়। আবার কিছু কিছু সময় (আনলিমিটেড) ইচ্ছামত কেনা যায়।
- কিভাবে গিফট কার্ড কিনবেন বা গিফট করবেন?
এই ভার্চুয়াল কার্ডটি সরাসরি আপনি নিজের একাউন্টে জন্য কিনতে পারবেন না। নাম যেহেতু গিফট কার্ড, তাই আপনাকে অন্য একাউন্টে গিফট করতে হবে। অর্থাৎ আপনি আপনার নিজস্ব একাউন্ট ব্যাতিত অন্য যেকোন একাউন্টে এই কার্ডটি গিফট করতে পারবেন। অথবা আপনার দুটি অ্যাকাউন্ট থাকলে একটা থেকে অন্য টা কে গিফট করতে পারবেন।
গিফট কার্ড কেনার সময় Buy তে ক্লিক করলে কিছু নিয়ম–নীতি থাকে তা ভালো করে পড়ে নিবেন।
- কোথায় এবং কিভাবে গিফট কার্ড ব্যবহার করবে?
গিফট কার্ড ব্যবহার করা যাবে যে নাম্বারে পাঠিয়েছেন ওই নাম্বারের অ্যাকাউন্ট থেকে। গিফট কার্ড একটিভ হতে নির্দষ্ট সময় লাগে, যা ক্রয় করার সময় দেখে নিবেন। গিফট কার্ড এর My Gift Card থেকে আপনার গিফট কার্ডটি Redeem করলে, আপনার ইমেইল এবং মোবাইলে E-mail/SMS মাধ্যমে একটিভ কোড প্রদান করা হবে। বারবার Redeem করলে বারবার পাওয়া যায়।
যেকোনো রেগুলার অর্ডার করার পরে, Pay By Gift Card অপশন পাবেন। কত টাকা পেমেন্ট করবেন তার পরিমাণ এবং নিচের বক্সে গিফট কার্ড এর কোডটি লেখে পেমেন্ট করুন।
- গিফট কার্ডের ক্যাটাগরি
এখন পর্যন্ত ইভ্যালি পাঁচ ধরনের গিফট কার্ড দিয়েছে।
০১) রেগুলার/সাধারণ গিফট কার্ড।
যা যেকোনো রেগুলার/এক্সপ্রেস/ডেমো শপে ১০০% গিফট কার্ড ব্যবহার করা যায়। (রেগুলার শপ থেকে ৬০% ক্যাশব্যক এর সাথে ৪০% ব্যবহার করা যাবে।)
০২) এক্সপ্রেস গিফট কার্ড।
যা ইভ্যালি এক্সপ্রেস ক্যাটাগরির যে কোন শপে ১০০% গিফট কার্ড ব্যবহার করতে পারবেন। এক্সপ্রেস শপে দৈনিক এবং মাসিক, অর্ডার এবং পেমেন্ট নির্দিষ্ট করা আছে।
০৩) কার গিফট কার্ড।
যা ইভ্যালির নির্দিষ্ট গাড়ি শপে ১০০% গিফট কার্ড ব্যবহার করতে পারবেন।
০৪) বাইক গিফট কার্ড।
যা দিয়ে ইভ্যালির নির্দিষ্ট বাইক শপ থেকে বাইক ১০০% গিফট কার্ড ব্যবহার করে ক্রয় করতে পারবেন।
০৫) শপ বিত্তিক গিফট কার্ড।
যা দিয়ে ইভ্যালির নির্দিষ্ট শপ থেকে ১০০% গিফট কার্ড ব্যবহার করে ক্রয় করতে পারবেন। যেমন- সুমাস টেক, রিও ইন্টারন্যাশনাল, হাফসা মার্ট, বাটা ইত্যাদি।
- ইভ্যালি গিফট কার্ড এর সুবিধা
- ইভ্যালি গিফট কার্ড যেকোনো রেগুলার শপে (১০০% সম্পূর্ণ গিফট কার্ড থেকে) ব্যবহার করা যাবে।
- ইভ্যালি গিফট কার্ড যেকোনো রেগুলার শপ থেকে ৬০% ক্যাশব্যক এর সাথে ৪০% গিফট কার্ড ব্যবহার করা যাবে।
- গিফট কার্ড দিয়ে কেনাকাটা ক্যাশব্যাকের কোন ঝামেলা নাই।
- যেকোনো রেগুলার সব থেকে যেকোন ফোল্ডার নিজের ইচ্ছামত কেনা যাবে।
- সবথেকে বড় সুবিধা হল রেগুলার গিফট কার্ড দিয়ে নির্দিষ্ট সাইক্লোন অফারের পণ্য কেনা যায়। যাতে আপনি ডাবল ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ গিফট কার্ড এ একটা ডিসকাউন্ট এবং সাইক্লোনের পণ্য গুলোও একটা নির্দিষ্ট পরিমাণ কম থাকে।
- ইভ্যালি গিফট কার্ড এর অসুবিধা
- গিফট কার্ড এর প্রধান অসুবিধা হলো, এই কার্ডের রিচার্জ বা কার্ড ভ্যালু ক্যাশ করার কোনো সুযোগ নেই।
- ইভ্যালি গিফট কার্ড পেমেন্ট
গিফট কার্ড কেনা যাবে শুধুমাত্র নতুন পেমেন্ট ব্যবহার করে। সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে ইভ্যালি বিকাশ মার্চেন্ট নাম্বার, পেমেন্ট গেটওয়ে কিংবা ব্যাংক চেক ডিপোজিটের মাধ্যমে। তবে চেক ডিপোজিট করলে প্রথমে ডিপোজিট স্লিপের উপর ইনভয়েস নাম্বার লিখে, পরিষ্কারভাবে ছবি তুলতে হবে। এরপর, পেমেন্ট অপশনে যেয়ে ‘Bank Deposit’ এ ক্লিক করলেই ডকুমেন্ট আপলোডের অপশন পাওয়া যাবে। এখানে ইনভয়েস নম্বরসহ ডিপোজিট স্লিপের ছবিটা আপলোড করে দিতে হবে।
- একাধিক বার বা পার্সিয়াল পেমেন্ট করবেন না, তাতে অনেক সময় পেমেন্ট হয় না।
- গিফট কার্ড এর পেমেন্ট করার সময় টেকনিক্যাল কোন সমস্যা হলে, tech@evaly.com.bd তে ইমেইল করুন। সিসি অথবা ফেসবুক গ্রুপে সমস্যা সমাধানের জন্য পোস্ট করতে পারেন।
- বিশেষ কিছু কথা…
- এই কার্ড ব্যবহার করে কেনাকাটা করা যাবে পরবর্তী ১২ মাস।
- গিফট কার্ড থেকে কোন অর্ডারের পেমেন্ট করার পরেও পেমেন্ট না হলে, tech@evaly.com.bd তে ইমেইল করুন এবং ঐ অর্ডারে পেমেন্ট রিপোর্ট ইস্যু করুন।
- কোন কারণে প্রথমবার কোন অর্ডারে পেমেন্ট না হলে কিছুক্ষণ অপেক্ষা করুন, টেকনিক্যাল কারণে অনেক সময় পেমেন্ট করতে কিছুটা সময় লাগে। বার বার ট্রাই করলে একাধিকবার পেমেন্ট হয়ে যেতে পারে।
- অনিবার্য কারনবশতঃ ক্যাম্পেইনে যেকোন পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনের সম্পূর্ণ অধিকার ইভ্যালি কতৃপক্ষ সংরক্ষণ করে।
বিঃদ্রাঃ এটি ইভ্যালির অফিসিয়াল নোটিশ/ব্লগ নয়, পুর্বের অভিজ্ঞতা থেকে লেখা। লেখায় বা কোন পয়েন্টে ভুল থাকলে কমেন্ট করে জানাবেন। ইভ্যালি কতৃপক্ষ এই গিফট যেকোন সময় কার্ডের যেকোন পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করতেও পারে। বিশেষ কোন পরিবর্তন আসলে এই ব্লগ আপডেট করা হবে।
~Update_01_21082022