Friday, April 26, 2024
EvalyNews

ইভ্যালির মূল ওয়েবসাইট চালু হয়েছে

ইভ্যালির মূল ওয়েবসাইট চালু হয়েছে

ইভ্যালির মূল ওয়েবসাইট (www.evaly.com.bd) চালু হয়েছে। আজ (০৪ নম্ভেবর) কিছুক্ষন আগেই ইভ্যালির টেক টিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইভ্যালির গ্রাহকরা আন্ড্রয়েড অ্যাপস পাশাপাশি এখন ওয়েবসাইট ব্রাউজিং করেও কেনকাটা করতে পারবে।

অনেক দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর ইভ্যালি ‘ধন্যবাদ উৎসব’ নামে অফার চালু করার মধ্যমে পুনরায় ইভ্যালি সচল হয়। তবে টেকনিক্যাল কারণ ও মূল ডোমেইন বিটিসিএল থেকে হস্তান্তর প্রক্রিয়াধীন থাকা ওয়েবসাইট চালু করতে পারে নাই। তাৎক্ষণিকভাবে ইভ্যালি e-valy.com নামে ওয়েবসাইট লাইভ করার ঘোষণা দিলেও তা আর প্রয়োজন নাই বলে জানিয়েছেন ইভ্যালির টেক টিম। গত বৃহস্পতিবার বিটিসিএল সূত্র থেকে ওয়েবসাইটি ইভ্যালির কাছে হস্তান্তর সম্পূর্ণ হয়েছে বলে  নিশ্চিত করা হয়।

ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে এখন ইভ্যালির গ্রাহকরা সহজে কেনাকাটা করতে পারবেন। তবে অ্যাপল ইউজার বা এইএসও অ্যাপ আসছে আরও বেশকিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন।

পুরোনো ওয়েবসাইট চালু হলেও গ্রাহক ও মার্চেন্টদের পুরোনো তথ্য এখনই পাওয়া যাবে না। এ জন্য প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের জেল থেকে মুক্ত হওয়া দরকার বলে তিনি জানান।

ওই সূত্র বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল জেল থেকে মুক্ত না হলে এই তথ্য পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ তিনি বের হলে অ্যামাজনের সার্ভার থেকে সেসব তথ্য নিতে পারতেন। আম

Rate this post