Saturday, April 27, 2024
EvalyNews

নিলামে গাড়ি বিক্রির বিরুদ্ধে ‘ইভ্যালি মার্চেন্ট ও কনজ্যুমার কোর্ডিনেশন কমিটি’র প্রতিবাদ সমাবেশ

নিলামে গাড়ি বিক্রির বিরুদ্ধে 'ইভ্যালি মার্চেন্ট ও কনজ্যুমার কোর্ডিনেশন কমিটি'র প্রতিবাদ সমাবেশ

আজ ৯ই ফেব্রুয়ারী রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় কাওরান বাজারে ইভ্যালি মার্চেন্ট ও কনজ্যুমার কোর্ডিনেশন কমিটি কেন্দ্রীয় সংসদদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাইকোর্ট নিযুক্ত ইভ্যালি বর্তমান কমিটি কর্তৃক খোলা নিলামে নাম মাত্র মূল্যে গাড়ী বিক্রয়ের প্রতিবাদ করা হয় এবং মার্চেন্ট, ভোক্তাদের স্বার্থে কমিটিকে গাড়ি বিক্রি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।

সমাবেশে মার্চেন্ট ও ভোক্তা কমিটির সমন্বয়ক মো নাসির উদ্দীন বলেন, জনাব মোহাম্মদ রাসেল এবং শামীমা নাসরিন এর পরিবারের সদস্যদের ইভ্যালির শেয়ার হস্তান্তর করে বোর্ডের সদস্য করতে নির্দেশ দেওয়ায় মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানান। প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন কো-সমন্বয়ক সাকিব হাসান ও মোঃ ফয়সাল ইসলাম সহ ইভ্যালি মার্চেন্ট ও কনজ্যুমার কোর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ।

Rate this post