সাফল্য পেতে হলে একটা দল হয়ে কাজ করতে হয় একথা জ্যাক মা বারবারই বলেছেন। তিনি আরো বলেছেন, সাফল্য পেতে হলে সঙ্গী হিসেবে সেরা মানুষটিকে নয়, সঠিক মানুষটিকে খুঁজে বের করুন। কেউ হয়তো তার কাজের ক্ষেত্রে সেরা, কিন্তু আপনার পাশে থেকে কাজ করার মত মানসিকতা আর নেই। আবার কেউ হয়তো সেরা নয়, কিন্তু আপনার সঙ্গে তার বোঝাপড়াটা হবে ভালো। তাই সেরা মানুষটিকে নয়, সঠিক মানুষটিকে খুঁজুন।