নীতিমালা অনুযায়ী বিজনেস করতে সহায়তা চায় ইভ্যালির সিইও রাসেল

নতুন নীতিমালার সকল ইকমার্স কে বিজনেস করতে সহায়তা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন মোহাম্মদ রাসেল।

নিম্নে সম্পূর্ণ –

“নতুন নীতিমালার আলোকে আমাদের সকল ইকমার্স কে বিজনেস করতে সহায়তা করুন এবং পুরাতন এবং নতুন অর্ডার ডেলিভারির সাপ্তাহিক রিপোর্ট নিন।

এতে এদেশের কাস্টমার এবং সেলার সবাই উপকার পাবেন। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।

ইকমার্স পৃথিবীর ইকনোমির গুরুত্বপূর্ণ সহায়ক। আমরাও এদেশের ইকোনোমিতে পজিটিভ ভূমিকা রাখতে চাই।”

5/5 - (1 vote)