যারা TBS নিউজ পড়েছেন তাদের কাছে মোটামুটি উত্তর পন্য দিবে এটাই। তাদের নিউজ দেখে মনে হচ্ছে, এত দিন ইভ্যালিকে নিয়ে নিউজ করেছে, এখন এটা না করলে কেমন দেখায়🥴
যাই হোক করেছে, প্রথম আলো অফিস তখন বন্ধ ছিলা তাই তারাও একটু দেরি হলেও করেছে।
মূল কথা, যারা উপরের প্রশ্ন করছেন তাদের কাছে আমার প্রশ্ন বিনিয়োগ কখনো পন্য হয়? তা হলে বিনিয়োগ না বলে সাপ্লাই ক্রেডিট বলা হইত।
তর্কের খাতিলে মেনে নিলাম বিনিয়োগ হিসাবে পন্য দিবে বা সাপ্লাই ক্রেডিট। তার মানে যমুনার ১০০০ কোটি(প্রথমে ২০০ কোটি) টাকার পন্যের বিল দিতে হবে না, মানে সাপ্লাই ক্রেডিট হিসাবে থাকবে। এখন ইভ্যালি যমুনার পন্য বিক্রয় করে ২০০ কোটি টাকা ক্যাশ পাবে।