বিনিয়োগকারীর সন্ধানে ইভ্যালি: টাকা পেতে এক বছর অপেক্ষা করতে হবে গ্রাহকদের
বিনিয়োগকারীর সন্ধানে ইভ্যালি: টাকা পেতে এক বছর অপেক্ষা করতে হবে গ্রাহকদের
‘ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস অ্যাসোসিয়েশন কমিটির’ কো-সমন্বয়ক সাকিব হাসান বলেন, টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ইভ্যালির এমডি রাসেলের মুক্তির বিষয়েও তারা আন্দোলন করে আসছিলেন। টাকা ফেরত পাওয়া এবং ইভ্যালির বর্তমান কর্মপরিকল্পনা সম্পর্কে সাকিব হাসান সময়ের আলোকে বলেন, ‘ইভ্যালি বন্ধ হওয়ার পর থেকে গত এক বছর ধরেই আমরা একটি বিষয়ের ওপর বেশি জোর দিয়ে বলেছি যে, ইভ্যালি তার কার্যক্রম শুরু করতে পারলে তবেই আমরা আমাদের টাকা ফেরত পেতে পারি। প্রতিষ্ঠান যদি বন্ধই থাকে এবং প্রতিষ্ঠানের এমডি- চেয়ারম্যান যদি জেলে থাকেন তাহলে আমাদের টাকা কে দেবেন। সুতরাং আমরা এ বিষয়ে জোর দিয়ে আসছিলাম। গত এক বছরে হাইকোর্ট কর্তৃক বোর্ড গঠনসহ নানা পদক্ষেপের পর আবার ইভ্যালি চালু হতে যাচ্ছে। ইভ্যালি আবার চালু হচ্ছে-এতেই আমরা খুশি।’
ইভ্যালি চালু হলেই আপনারা টাকা ফেরত পাবেন এ নিশ্চয়তা কে দিল বা কতটা আশাবাদী হচ্ছেন-এ বিষয়ে সাকিব হাসান বলেন, ‘ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ পাঁচজনের নতুন পরিচালনা বোর্ড গঠন করে দিয়েছে সরকার। এতে বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাবের প্রতিনিধিও আছে। শামীমা নাসরিনসহ এই বোর্ডের অনেকের সঙ্গেই আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। বিশেষ করে শামীমা নাসরিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। এর মধ্যে আমরা তাকে নিয়ে গত ৭ অক্টোবর একটি ভার্চুয়াল মিডয়া ব্রিফিংয়ের আয়োজন করি। সেখানে শামীমা নাসরিন ইভ্যালির নতুন কার্যক্রম সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন। তিনি সে দিন ঘোষণা দিয়েছেন ১৫ অক্টোবর থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আবারও পণ্য বিক্রি শুরু হবে। যেহেতু আবার কার্যক্রম শুরু হচ্ছে, সেহেতু আমরা এখন টাকা ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে শামীমা নাসরিন বলেছেন, আগামী একটি বছর ভালোভাবে ব্যবসা পরিচালনা করে তবেই আগের গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেওয়া হবে। সেই সঙ্গে তারা বিনিয়োগকারীর সন্ধান করছেন। আমাদের টাকা ফেরত পাওয়া বিনিয়োগকারী পাওয়ার ওপরও অনেকখানি নির্ভর করছে। তবে আমরা যতটা শুনতে পাচ্ছি, দেশি-বিদেশি অনেক বড় বড় প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করতে আগ্রহী। সুতরাং বিনিয়োগ এলে আবার ঘুরে দাঁড়াবে ইভ্যালি-এটা আমাদের আশা।’