ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আজ ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ ইভ্যালির ধানমন্ডি অফিসের সামনে ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে ইভ্যালির মার্চেন্ট ও গ্রাহকরা। তারা বলছে, ইভ্যালির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বুঝাতেই এই অনুষ্ঠান।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালির আইনী দলের সম্বনায়ক জনাব নিঝুম মজুমদার, ইভ্যালির কর্মচারী, ইভ্যালির মার্চেন্ট ও হাজার মত গ্রাহক। ইভ্যালি মার্চেন্ট ও গ্রাহকদের ব্যানারে এই প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতে বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে শপথ পাঠ করছে ইভ্যালির মার্চের ও গ্রাহক।
অনুষ্ঠানে উপস্থিত ইভ্যালির আইনী দলে সমন্বয়ক ব্যারিস্টার এন্ড সলিসিটর নিঝুম মজুমদার বলেন, আজকে দুইটি স্মরণীয় দিন, একটি জনাব রাসেলের একমাত্র ছেলের জন্মদিন ও ইভ্যালি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। একই সাথে আজ আমাদের ৫০ তম বিজয় দিবস। এটা ঠিক কষ্টের ব্যাপার যে আজকের এই দিনে রাসেল আমাদের সাথে নেই। জনাব রাসেলের জামিন বিষয় বলেন, আমরা আইনি লড়াইয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আসা করছি রাসেল জামিনে কোন প্রকার বাধ্য নেই। শীঘ্রই জামিনের বিষয়ে খুব ভালো সংবাদ পাবেন।
ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ইভ্যালির আন্দোলন সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন বলেন, “বিজয়ের ৫০ বছর পূর্তিতে মননীয় প্রধানমন্ত্রী সাথে শপথ পাঠ সাথে আমরাও শপথ নিতে চাই, ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে মুক্তি করবো যাতে তারাই ইভ্যালির ব্যবসায় পরিচালনা করতে পাতে। যত দিন না পর্যন্ত ইভ্যালির সিইও ও চেয়ারম্যান জামিন না পাবে তত দিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। সরাকরে নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলেন, ইভ্যালি সিইও ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে ইভ্যালি ব্যবসায় করার সুযোগে দিতে। ইভ্যালির ছোটখাটো কিছু ভুল ছিল, কিন্তু অনৈতিক কার্যকলাপ করে নাই। প্রতিষ্ঠান যদি বড় হয় এমন ছোট কিছু ভুল থাকবেই। ইভ্যালিকে সুযোগ দিলে ইভ্যালি বাংলাদেশের এক নম্বর ই-কমার্স প্ল্যাটফর্ম হবে, সাথে বিশ্বে কাছেও বাংলাদেশকে পরিচিতি করতে পারবে।
জনাব নাসির বলেন, ইভ্যালি প্রতিষ্ঠার ৩য় বছর পা দিয়েছে আজ। গত দুই বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইভ্যালি আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করে। আপনারা জানেন কিছু ভিত্তিহীন মামলা ইভ্যালির প্রতিষ্ঠাতা জনাব রাসেলকে পুলিশ গ্রেফতার করেছে৷ তিনি আমাদের মাঝে নাই। থাকলে হয়তো বড় আনুষ্ঠানিকতার মাধ্যমে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতেন। তাই উনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে খুবই ক্ষুদ্র পরিসরে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি আমরা মার্চেন্ট ও গ্রাহকরা। যেহেতু গত দুই বছর ইভ্যালি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী করেছে, জনাব রাসেল ভাইর অবর্তমানে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মিস যাবে তা আমরা চাই না। ইভ্যালির প্রতি তার গ্রাহক ও মার্চেন্টের ভালবাসা ও বিশ্বাস আছে। তার জন্যই আজকের আমাদের আই ছোট আয়োজন।
তিনি আর বলেন, আপনারা জানেন জনাব রাসেলকে গ্রেপ্তারের পর থেকে সিইও ও চেয়ারম্যান মুক্তি সহ বিভিন্ন দাবিতে আমাদের লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। তারই ধারাবাহিক এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। আজকে ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাধ্যমে আমরা সরকারের নীতিনির্ধারকদের নজরে আনতে চাই যে, ইভ্যালিকে প্রয়োজনে নজরদারি মাধ্যমে ব্যবসা করার সুযোগ দিলে ইভ্যালির ঘুরে দাঁড়াতে পারবে। বেচে যাবে ৪৫ লাখ গ্রাহক ও ৩৫ হাজার মার্চেন্ট।
একাই সাথে বিকাল ৪ টায় চট্রগ্রামের সি আরবি মোড়ে ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন চট্রগ্রামের সেলার ও গ্রাহকবৃন্দ। তাছাড়াও বরিশাল, সাভার, নরসিংদি, পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে ইভ্যালির প্রতি বিশ্বাস ও ভালবাসার প্রাকাশ করে ব্যক্তিগত ভাবে ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
২০২০ সালের ১৬ ডিসেম্বর, বুধবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সীমিত পরিসরে নানান আনুষ্ঠানিকতায় ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।